ভোট দানের অধিকার থাকলেও অন্যান্য সরকারি সুযোগসুবিধা থেকে বঞ্চিত জলপাইগুড়ি জেলায় প্রায় চারশোর মতো তৃতীয় লিঙ্গের মানুষ
নাগরাকাটা, দেবস্মিতা ঘোষ:
জলপাইগুড়ি জেলায় প্রায় চারশোর মতো তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন।ভোটার কার্ড থাকলেও নাগরিক হিসেবে বাকি অন্যান্য সুযোগ সুবিধা থেকে তাঁরা এখনও বঞ্চিত।তবে, রিনা স্টাডি গ্রুপ ফর ডান্স নামে একটি সমাজ সেবামূলক সংস্থার সম্পাদক সৌগত মুখোপাধ্যায় রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার আদায়ে ২০০৫ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন জলপাইগুড়ি জেলায়। তিনি বলেন, রূপান্তরকামীদের আত্মপ্রতিষ্ঠিত করতে বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা আমাদের সংস্থার মাধ্যমে সাধ্যমতো করা হয়।কিন্তু সুযোগসুবিধার যে দাবি রয়েছে তা পূরণে সরকারের কাছে তাদের জন্য কোনও ভ্রুক্ষেপ নেই। স্কুল,ভাতা এমনকি কর্মসংস্থানের ব্যবস্থাও নেই।তৃতীয়লিঙ্গের কিছু মানুষ জানান স্বাস্থ্যসাথীর কার্ড করানোর জন্য প্রশাসন তাদের সঙ্গে যোগাযোগ করে এবং আলাদা করে ফর্ম দেওয়া হয়। কিন্তু ছবি তোলার সময় অন্যান্য মানুষদের সাথে দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে দেওয়ার সময় তাদের দেখে অন্যরা পালিয়ে যাওয়া শুরু করলে অনেকেই ছবি না তুলেই ফিরে আসেন। ২০১৪ সালে সুপ্রিম কোর্টের একটি নির্দেশের পর তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার ও আলাদা পরিচয়ে বিষয়টিতে আগের থেকে অনেক সচেতনতা এলেও পথ চলা এখনও অনেক বাকি।