বড়ো বুলি মুখেই, তালিবান আছে তালিবানেই

তৃতীয়পক্ষ ওয়েব- ফতোয়া জারি করার পর বলেছিল মহিলাদের সঙ্গে বৈষম্যমূলক আলোচনা করবে না তালিবানরা। এদিন মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছিল তারা। কিন্তু খবর ছড়িয়ে পড়তে না পড়তেই প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা করল এক মহিলাকে। অপরাধ তিনি বোরখা পড়েননি। আর এর সঙ্গেই তালিবানি অন্ধকার রাজত্বের ছবি যেন ফের ফিরে এলো।

এদিকে শুধু তাই নয়, কাবুলে তালিবানরা নানা অজুহাতে মহিলাদের মারধর করছে। এছাড়া কাবুলে তালিবানরা প্রাক্তন সরকারি কর্মীদেরও খোঁজ চালাচ্ছে বলে তথ্যসূত্রে খবর৷

প্রসঙ্গত মঙ্গলবার আফগানিস্তানের তাখার প্রদেশে বোরখা না পরার অপরাধে প্রকাশ্যেই এক মহিলাকে গুলি করে হত্যা করেছে তালিবানরা৷ রাস্তার মধ্যেই নৃশংসভাবে হত্যা করা হয় সেই মহিলাকে৷ রক্তে ভেসে যায় তাঁর দেহ৷এই ঘটনার ভিডিও-তে দেখা গিয়েছে, মহিলার দেহ ঘিরে বসে আর্তনাদ করছেন তাঁর পরিবারের সদস্যরা৷

তালিবানরা সাংবাদিক সম্মেলনে দাবি করেছিল, মহিলাদের বিরুদ্ধে কোনওরকম বৈষম্যমূলক আচরণ করবে না৷ তবে মহিলাদের শরিয়তি আইন মানতে হবে বলেও জানিয়ে দিয়েছিল তারা৷ শরিয়তি আইন মেনে মহিলারা স্বাস্থ্য ক্ষেত্রের মতো পরিষেবায় চাকরিও করতে পারবে বলে দাবি করে তারা৷ কিন্তু তালিবানরা মুখে যাই বলুক না কেন, কার্যক্ষেত্রে মহিলাদের প্রতি তাঁদের মনোভাব এতটুকু বদলায়নি, সেটি তাখার প্রদেশের ঘটনাতেই স্পষ্ট হয়ে গেল৷

বেশ কিছু মহিলাদের সঙ্গে বৈঠকে আশ্বস্ত করার পরও কিন্তু তালিবানদের মুখের কথার সঙ্গে কাজের ক্ষেত্রে মিল থাকছে না৷ শুধু মহিলারাই নয়, তালিবানরা কাবুলে ব্যবসায়ীদের উপরেও অত্যাচার শুরু করেছে বলে অভিযোগ৷ কাউকে পালাতে দেখলেই ধরে মারধর করছে তারা৷

শেয়ার করতে:

You cannot copy content of this page