Beauty: ত্বকের কোলাজেন বৃদ্ধি করতে চান? এই জিনিস ব্যবহার করুন
Beauty: ত্বকের কোলাজেন বৃদ্ধি করতে চান? এই জিনিস ব্যবহার করুন
তৃতীয়পক্ষ রূপকথা: বাইরের ধোঁয়া, দূষণে জেরবার ত্বক। তা সত্ত্বেও বেরোতে তো হবেই। তবে সপ্তাহে দু’দিন যদি এই জিনিস দিয়ে ত্বকের পরিচর্যা করেন, তাহলে কিন্তু ঝলমল করবে আপনার ত্বক। রান্না ঘরে থাকা চালের গুঁড়োই হলো সেই রূপচর্চার আসল জাদু।
কেন চালের গুঁড়ো ভালো?
• চালের গুঁড়োয় আছে ভিটামিন বি যা ত্বকে নতুন কোষ তৈরি হতে সাহায্য করে আর ত্বকের বুড়িয়ে যাওয়া আটকায়।
• চালের গুঁড়োতে আছে টাইরোসিনান নামের উপাদান যা ত্বকের মেলানিন উৎপাদনের হার কমিয়ে আনে।
• চালের গুঁড়ো ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় আর ত্বক ঝুলে যাওয়া বন্ধ করে।
• চালের গুঁড়ো আপনার ত্বককে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে বাঁচিয়ে রাখে।
• এছাড়া ট্যান সারাতে চালের গুঁড়ো
ট্যান সারাতে
৫ চা চামচ চালের গুঁড়ো, ৩ চা চামচ কাঁচা দুধ, ২ চা চামচ মধু নিন।
মুখ ভালো করে ধুয়ে নিন। এবার তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে মুখে মেখে রাখুন। প্রায় ২০ মিনিট মতো রাখতে হবে। তারপর ঠাণ্ডা জল বা চাইলে হাল্কা গরম জল দিয়েও মুখ ধুয়ে নিতে পারেন। এটি সপ্তাহে দু’দিন অন্তত করবেন।
উজ্জ্বলতা ফিরে পেতে
উজ্জ্বল গায়ের রঙ আমরা সবাই চাই। এই প্যাকটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। উজ্জ্বলতা কয়েক দিনের মধ্যেই ফিরে পাবেন।
৩ টেবিল চামচ চালের গুঁড়ো, ২ চামচ বেসন, ২ চামচ মধু
তিনটি উপকরণই খুব ভালো করে মিশিয়ে নিন। তারপর এই প্যাকটি মুখে ঘন করে লাগান আর ৩০ মিনিট মতো রেখে দিন। তারপর একটু গরম জল দিয়ে মুখ ঘষে ঘষে পরিষ্কার করে নিন। কয়েক সপ্তাহেই এটি আপনার ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনবে।
ত্বকের চিটচিটে ভাব দূর করতে
২ চামচ চালের গুঁড়ো, ১ চামচ মুলতানি মাটি, একটি টম্যাটো
প্রথমে টম্যাটো মিক্সিতে পিষে নিন। তারপর এই রসের সঙ্গে চালের গুঁড়ো আর মুলতানি মাটি মিশিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর সেই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট মতো রেখে দিন শুকিয়ে যাওয়ার জন্য। এবার ঠাণ্ডা জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন। দেখবেন সপ্তাহে ২ দিন করলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনি ফল পেতে শুরু করবেন।