Bangladesh: ত্রিপুরায় বাঁধ খোলার পর ফেঁপে উঠেছে গোমতী, বন্যার শঙ্কায় বাংলাদেশ

Bangladesh: ত্রিপুরায় বাঁধ খোলার পর ফেঁপে উঠেছে গোমতী, বন্যার শঙ্কায় বাংলাদেশ

তৃতীয় পক্ষ ওয়েব ডেস্ক: ত্রিপুরায় বাঁধ খোলার পর ফুলে ফেঁপে উঠেছে গোমতী, বন্যার শঙ্কায় গোটা কুমিল্লা। ত্রিপুরায় চরম বিপদসীমার উপর দিয়ে বইছে গোমতী নদীর জল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বুধবার সন্ধ্যার পর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী মানিকা সাহা বলেছেন, গোমতী নদীর জল চরম বিপদসীমায় রয়েছে। ক্ষতিগ্রস্তদের নিরাপদস্থানে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। উদ্ধারকারীদের সহায়তা এবং দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যেতে সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গতকাল রাতে ত্রিপুরায় গোমতী নদীতে তৈরি করা ডাম্বুর বাঁধ খুলে দেয় ভারত। এরপরই গোমতীর জল ফুলে ফেঁপে উঠে। গোমতী নদীর জল কুমিল্লার দ্বেবীদার, মুরাদনগর এবং দাউদকান্দি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মেঘনা নদীতে মিশে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ডুম্বুর বাঁধের স্লুইস গেট খোলার পর সেগুলো দিয়ে বিপুল পরিমাণ জল এক পাশ থেকে অন্যপাশে যাচ্ছে।

১৯৯৩ সালের পর এবারই প্রথমবারের মতো খুলে দেওয়া হয়েছে ত্রিপুরার ডিম্বুর জলাধারের বাঁধটি। গত কয়েকদিন ধরে ত্রিপুরায় ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতে জলাধারের জল বৃদ্ধি পায়। এরপরই বাঁধের স্লুইস গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।

টানা বৃষ্টিতে ত্রিপুরার বিভিন্ন জায়গায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ রাজ্যটির এমন কোনো সমতল স্থল নেই যেখানে বন্যার জল ঢোকেনি। এমন পরিস্থিতিতে বাঁধটি খুলে দেওয়া প্রয়োজন ছিল বলে জানিয়েছে স্থানীয় এক সংবাদমাধ্যম।

তবে বাঁধটি খুলে দেওয়ার পর বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। নদী ও অন্যান্য জলাধারের জল ধারণ ক্ষমতার চেয়ে বেড়ে গেছে। আবাসিক এলাকা, কৃষি জমিসহ সবকিছু এখন জলের নিচে রয়েছে।

শেয়ার করতে:

You cannot copy content of this page