৮৩ বছর বয়সে আবার মঞ্চে মনোজ মিত্র
লিখছেন অমর মিত্র
গত বছর নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল ২৮ শে মার্চ। সব কিছু প্রস্তুত হয়ে গিয়েছিল। নির্দেশক, নাট্যকারের বয়স অতিক্রান্ত হয়ে গেছে ৮১। প্রবীণ অভিনেতা মনোজ মিত্রের কথা বলছি। সেদিন আর নাটক মঞ্চস্থ হয়নি। নাটকের মহড়া থেকে শুরু করে স্টেজ রিহার্সাল, সব হয়েছিল। লাইটও প্রস্তুত, সেট তৈরি করা হয়ে গেছে। থিয়েটার তো যৌথ শিল্প। সবারই যোগদান জরুরি। সব প্রস্তুত, শুধু নাটক মঞ্চস্থ হওয়া বাকি। তারপর সারা বিশ্বজুড়েই লকডাউন। করোনার জন্যে সমস্ত কিছু বন্ধ।
টেলিফোনেও চলত নাটকের মহড়া।সব শিল্পীর সঙ্গে ফোনে কথা বলে মুখস্ত করতে বলতেন ডায়লগ। নাহলে সংলাপ ভুলে যাবে যে সকলে। ভুলেও গিয়েছিল প্রায়। এতদিন ধরে চলা সব প্রস্তুতি ব্যররত হল প্রায়। এর মধ্যে নাটকের প্রধান অভিনেতা আক্রান্ত হলেন করোনায়। চলেও গেলেন করোনার প্রকোপে। আবার শুরু হলো নতুন অভিনেতার খোঁজ। সেই টেলিফোনে যোগাযোগ। কখনো বা ঝুঁকি নিয়ে মহড়ায় অংশগ্রহণ।
বছর ঘুরে মনোজ মিত্র এখন ৮২ বছর। এক বছর আগে কথা হতো তাঁর সঙ্গে। জিজ্ঞেস করতাম, নাটকটা কি আর করতে পারবেন? যদিও আমি নাটকের লোক নই, কিন্তু শিল্পী ও শিল্পের রোদন বুঝতাম। নাটক লেখা ও অভিনয় করানো ব্যতীত কী করবেন ঘরে বসে? মঞ্চই তাঁর সবকিছু। থিয়েটারই তাঁর জীবন। এর বাইরে জীবন কোথায়?
কিছুদিন আগেই ভ্যাক্সিন নিলেন তিনি। এখন নাটকের মহড়া চলছে। আজ এক বছর বাদে সেই নাটক দৈবকন্ঠ প্রস্তুত। এই নাটকটি মহামতি দার্শনিক সক্রেটিসকে নিয়ে তৈরি করা। আজ মধুসূদন মঞ্চে তার প্রথম অভিনয় সন্ধ্যা ৬টা ৩০। প্রযোজনায় সুন্দরম। নাটক নির্দেশনায় মনোজ মিত্র। এই বয়সে এসেও তাঁর নতুন প্রযোজনার জন্যে, তাঁকে জানাই প্রণাম এবং শুভেচ্ছা।