উৎসবের মরসুমে প্রকাশিত হল ‘পুজোর কবিতা’
সম্প্রতি কলেজ স্ট্রিটের ওয়াইএমসিএ বিল্ডিং- প্রকাশ পেল হৃদয় মালাকার সম্পাদিত ‘পুজোর কবিতা’ নামক ক্রোড়পত্র।
এদিন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও ঔপন্যাসিক কমলাকান্ত সেন, কবি ও গীতিকার সারস্বত, কবি প্রভাত রঞ্জন ভট্টাচার্য্য। অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে কনিষ্ঠতম সদস্য সাত্বিকা সেতু। বর্তমান বাংলার কবিতাচর্চা, ছন্দের ব্যবহার সহ নানান বিষয় নিয়ে আলোকপাত করেন অতিথিরা। অনুষ্ঠানে কবিতাপাঠ করেন কবি ও গল্পকার তন্ময় মণ্ডল, কবি প্রতীপ হালদার, কবি সিক্তা পাল সহ অনেকেই। সঙ্গীত পরিবেশন করেন সুচরিতা, প্রদ্যুৎ মণ্ডল ও সাত্বিকা সেতু।

তিরিশজন কবির দৃষ্টিভঙ্গীতে দুর্গোৎসবকে দেখা ও তা কবিতায় ধরার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা৷ এই ক্রোড়পত্রে লিখেছেন- কবি আনসার উল হক, তারাশংকর বন্দ্যোপাধ্যায়, জ্যোতির্ময় সরদার, মাধবী মিত্র, টোটন দাস, সৌরভ বর্ধন সহ অনেকেই।










