সাড়ম্বরে পালিত হলো বঙ্গ বাঙালি সাহিত্য পর্ষদের বার্ষিক অনুষ্ঠান
সাড়ম্বরে পালিত হলো বঙ্গ বাঙালি সাহিত্য পর্ষদের বার্ষিক অনুষ্ঠান
সম্প্রতি বিশ্ববঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত বঙ্গ বাঙালি সাহিত্য পর্ষদের উদ্যোগে চার দিনব্যাপী সাহিত্য-সংস্কৃতি এবং শিল্পের মেলবন্ধনে অনুষ্ঠিত হল দ্বিতীয় বর্ষের বার্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মূলত ছোটদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা এবং হস্তশিল্প প্রদর্শনী আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববঙ্গীয় সাহিত্য কলা আকাদেমির সভাপতি, কবি সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, কবি ও গল্পকার তন্ময় মণ্ডল, প্রচেষ্টা হিউম্যান ট্রাস্ট ও স্বপ্নের সন্ধানে পরিবারের সম্পাদক রাজীব দত্ত সহ বিশিষ্টজনেরা। এছাড়াও রাজস্থানী মহিলা সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেলা মেহতা, অনিতা আগরওয়াল ও বিজয় মেহতা। প্রায় ৪০ জনের অধিক শিশু এই অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
কবি সঞ্জয় কুমার মুখোপাধ্যায় বলেন, “শিশুদের নিয়ে আমরা বিশ্ববঙ্গীয় সাহিত্য কলা আকাদেমির পক্ষ থেকে এইরকম কাজ বেশ কয়েকবছর ধরে ধারাবাহিক করার চেষ্টা করে যাচ্ছি। বাংলা ভাষার প্রসারের লক্ষ্যেও আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি।”
কবি তন্ময় মণ্ডল বলেন, “শিশুদের নিয়ে যে কোনো সৃজনশীল উদ্যোগের অংশ হতেই পারা খুবই আনন্দের। পড়াশোনার পাশাপাশি শিশুরা সংস্কৃতিচর্চার মধ্যে থাকলে একটা কলুষমুক্ত আগামী তৈরি করা সম্ভব। এই উদ্যোগকে সাধুবাদ জানাই।”
প্রতিযোগিতার পাশাপাশি ছোটদের নাটক পরিবেশন, বাঁশি সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে সাংগীতিক পরিবেশনা সহ বেশ কিছু সাংস্কৃতিক উদ্যোগ। চারদিনের অনুষ্ঠানের শেষদিন পুরস্কার বিতরণ, বই প্রকাশ, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শেষ দিন প্রকাশিত হয় কবি কিশোর নস্করের লেখা কাব্যগ্রন্থ ‘শূন্যের আলো’। এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দীপাঞ্জন দাস। নৃত্য পরিবেশন করেন আরশি সিকদার, আংশিকা সিং।