এই টাইপ রাইটার ছবি আঁকেন এভাবেই!
একটু ভুলচুক হলেই আবার প্রথম থেকে শুরু করতে হয় তাঁকে। আসলে তিনি এমন একটা মাধ্যম ব্যবহার করেন ছবি আঁকার জন্য। যার জন্যে তিনি পেয়েছেন গিনেস বুক অফ ওয়র্ল্ড এর মতো সম্মানও।
হ্যাঁ আমি বলছি ভারতের ব্যাঙ্গালুরুর বাসিন্দা গুরুমুর্থির কথা। যিনি ছবি আঁকেন তাঁর পুরোনো টাইপরাইটার দিয়ে। ৬৫ বছরের ব্যাংকার যিনি রঙ তুলি দিয়ে ছবি আঁকেন না। ৪৭ বছর ধরে টাইপ রাইটার দিয়েই ছবি এঁকে চলেছেন।
মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্ম শতবার্ষিকীতে তিনি টাইপরাইটার দিয়ে এঁকেছিলেন ছবি। আর শুধু মহাত্মা গান্ধীর নয়, গুরুমূর্থি বিশ্বের তাবড় তাবড় রাজনীতিবিদ, অভিনেতার ছবি এঁকেছেন তাঁর এই অভিনব টাইপোগ্রাফি দিয়ে।
তাঁর কথায়, মিনিটে ৯৫ টি শব্দ তাইপ করতে পারেন তিনি। ব্যাংকিং সেক্টরে কাজ করতে তাঁর শখ হয়েছিল টাইপ রাইটার দিয়ে ছবি আঁকার কথা। প্রথমে তিনি একটা পেপারে আউটলাইন এঁকে নেন, তারপর এতে শব্দের পর শব্দ দিয়ে শুরু করেন ছবি আঁকতে।
সৌম্য
যাদবপুর