সিবিআই হানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, নোটিশ গেল স্ত্রী ও শ্যালিকার কাছে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা দিল আজ। মূলত স্ত্রী এবং শ্যালিকার কাছে নোটিশ দেওয়ার জন্যেই সিবিআই পৌঁছে যায় অভিষেকের বাড়িতে। তথ্যসূত্রে খবর, কয়লাকাণ্ডে জড়িত থাকার জন্যে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তাঁদের সুবিধেমতো দিনেই কথা বলবে সিবিআই।
ঘটনার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না। এমনকি নোটিশ দিতে যাওয়ার সময় কাউকেই বাড়িতে পাওয়া যায়নি বলে সূত্রের খবর।
পশ্চিমবঙ্গে নির্বাচনি ঘন্টা বেজে গেছে। কিছুদিন আগেই এক নির্বাচনী সভায় কয়লাকাণ্ড নিয়ে অভিষেককে আক্রমণ করে বিজেপি নেতারা। আর এর পরেই এই সিবিআই নোটিশ। যা বেশ ভোগাবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞগণ।
তৃণমূল নেতা কুনাল ঘোষ জানান যে, অভিষেক হল বিজেপির পথের কাঁটা। যার ফলে এই কাণ্ডগুলি ঘটছে। সিবিআই কেন মুকুলকে ধরছে না সারদা কাণ্ডের জন্য। নির্বাচনের আগে কুৎসা রটানোর কজ চলছে। আর যারা অপরাধী, তাঁরা কোলে বসে দোল খাচ্ছে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন কয়লাকাণ্ডে জড়িত বিনয় মিশ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিলেটিভ ছিলেন। এর সঙ্গে গোরু পাচার চক্রও জড়িত। সিবিআই তদন্তে জনগন খুশি। দুর্নীতি বন্ধ হওয়া উচিৎ।
প্রসঙ্গত, কয়লাপাচারকাণ্ডে অভিষেকের কাছের মানুষ বিনয় মিশ্রের বাসভবন-সহ অনেকগুলো ঠিকানায় তল্লাশি চালিয়েছে সিবিআই। তবে কারও হদিশ পাননি গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, ভারত ছাড়াও আরও ২টি দেশের পাসপোর্ট রয়েছে এই বিনয়ের কাছে। মূলত কয়লাপাচার কাণ্ডে প্রভাবশালী যোগ খুঁজতে এবার সরাসরি অভিষেকের ঘরে প্রবেশ করল সিবিআই।