Taslima Nasrin: ‘বইখানা পড়ে দেখুন মিস্টার ইউনুস’! বাংলাদেশ বইমেলায় তসলিমার বই রাখায় স্টল ভাঙচুর

Taslima Nasrin: ‘বইখানা পড়ে দেখুন মিস্টার ইউনুস’! বাংলাদেশ বইমেলায় তসলিমার বই রাখায় স্টল ভাঙচুর

তৃতীয়পক্ষ ওয়েবডেস্কঃ বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। একুশে বইমেলায় দুর্বৃত্তরা একটি স্টল ভাঙচুর করেছে। সোশ্যাল মিডিয়া সূত্রে খবর, তসলিমার বই ‘চুম্বন’ রাখার জন্য সব্যসাচী নামে স্টলটির উপর আক্রমণ করা হয়।

সব্যসাচীর প্রকাশক সানজানা মেহেরান বলেছেন, প্রতি বছর তসলিমা নাসরিনের বই প্রকাশ করেন এবং ঢাকায় অমর একুশে বইমেলায় বিক্রি করেন। তবে বাংলাদেশে তসলিমার উপর নিষেধাজ্ঞা থাকায় তিনি এর আগেও কিছু হুমকি পেয়েছেন। তবে অতীতে সেগুলো মারাত্মক আকার ধারণ করেনি। এ বছরও তিনি তসলিমার ‘চুম্বন’ বইটি প্রকাশ করেছেন এবং এর পর থেকে হুমকি আসছে তাঁর কাছে।

অন্যদিকে বইমেলায় বই নিয়ে তোলপাড় হওয়ার পর তসলিমা সোশ্যাল মিডিয়ায় সরব হন। তিনি লেখেন, ‘চুম্বন কেন বইমেলায় নিষিদ্ধ? যেহেতু বইটি আমার লেখা। তিরিশ বছর আগে আমাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল সে সময়ের সরকার। তিরিশ বছর আমার বই বলতে প্রায় কিছুই প্রকাশিত হয়নি বাংলাদেশে। তারপরও আমার লেখাকে এত ভয়?  এখন গল্পগ্রন্থ চুম্বনটিও ইউনুস সরকারের সইছে না? আগের সরকারগুলো যত না স্বৈরাচারী ছিল, এই ইউনুস সরকার তাদের চেয়ে হাজার গুণ বেশি স্বৈরাচারী। চুম্বন বইখানা পড়ে দেখুন মিস্টার ইউনুস এবং বাংলা একাডেমির পরিচালক, মানবিক গল্পগুলো নিষিদ্ধ করতে মন চায় কেন আপনাদের?  মাদ্রাসার একটা সন্ত্রাসী আমার বই মেলায় থাকুক চায় না বলেই তো?  সন্ত্রাসীরা যা খেতে চাইছে, সেটাই তাদের খাওয়াচ্ছেন আপনারা। এভাবেই বাক স্বাধীনতার বিপক্ষে, মত প্রকাশের অধিকারের পক্ষে, গণতন্ত্রের বিপক্ষে যাচ্ছেন। এভাবেই সন্ত্রাসীদের শক্তিশালী করছেন। ধিক।’

অন্য এক পোস্টে লেখেন, ‘অসহিষ্ণু মৌলবাদি, যারা সন্ত্রাস করার হুমকি দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বাংলা একাডেমির পরিচালক এবং আইন শৃঙ্খলা বাহিনী  আজও লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। লেখকের বই বইমেলায় নিষিদ্ধ করছেন। লজ্জা হয় না আপনাদের? অবশ্য লজ্জা থাকলে তো হবে’।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page