জিনিসপত্রের দাম প্রায় রিজার্ভ ব্যাঙ্কের ঊর্ধ্বসীমার কাছাকাছি

গত জুন থেকে শাকসবজি বাদে অন্যান্য জিনিসের খুচরো মূল্যবৃদ্ধি হয়েছে ৫.৮-৬.৪ শতাংশের মধ্যে। যা রিজার্ভ ব্যাঙ্কের লক্ষ্যমাত্রার ঊর্ধ্বসীমার কাছাকাছি।
তবে কেন্দ্রের দাবি জিনিসপত্রের দাম কমেছে। কিন্তু সাধারণ মানুষ বাজারে গিয়ে জিনিসপত্রের ঊর্ধ্বমুখী দাম টের পাচ্ছেন ভালোমতোই। রিজার্ভ ব্যাঙ্কের বুলেটিনে শীর্ষ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর মাইকেল দেবব্রত পাত্র-সহ বাকিরা মূল্যবৃদ্ধি নিয়ে লিখেছেন। তাঁদের দাবি, গত কয়েক মাসে কাঁচামালের দামও এতোটাই বৃদ্ধি পেয়েছে যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বাধিক। বাজারে তেলের দরও সেই সাথে বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে চড়া কাঁচামালের কারণে জিনিসের দাম বাড়লে মূল্যবৃদ্ধি হবে।তাঁরা বলেছেন জুনমাসে মূল্যবৃদ্ধি খুব কম হারে হলেও কিছুটা নিয়ন্ত্রণে আসবে।
বন্ডের ইল্ড কমাতেও যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে শীর্ষ ব্যাঙ্ক। লকডাউনের প্রথম তিনমাসে পরিমিত খরচ করলেও পরের মাসগুলিতে বেশি করে খরচ করাতে আরম্ভ করায় কমেছে সঞ্চয়। জুলাই-সেপ্টেম্বরে সেই হার নেমেছে জিডিপির ১০.৪ শতাংশে। জিডিপির সাপেক্ষে গৃহস্থের ঋণের অঙ্কও প্রথম ত্রৈমাসিকের ৩৫.৪% থেকে বেড়ে জুলাই-সেপ্টেম্বরে হয়েছে ৩৭.১%। তবে শীর্ষ ব্যাঙ্কের দাবি, এসব মতামত আরবিআইয়ের নয়, নিবন্ধ লেখার লেখকদের মতামত।

শেয়ার করতে:

You cannot copy content of this page