জানেন নারকেল তেলের আশ্চর্য উপকারিতাগুলি?

এই একটি উপাদান যা আপনার সমস্ত সৌন্দর্য-সমস্যাকে দূর করে দিতে পারে, যা আপনার হাতের নাগালেই রয়েছে। সেটি হলো নারকেল তেল। যা ত্বক ও চুলের যত্নে বেশ উপকারী। স্বাস্থ্য রক্ষার পাশাপাশি ত্বকের সৌন্দর্য্যতেও নারকেল তেলের জুড়ি নেই।

  • নারকেল তেল ত্বকে অ্যান্টি এজিং-এর ছাপ আসতে দেয় না। ফাইন লাইনস ও রিঙ্কলসের মতো লক্ষণ, যা বয়সের ছাপ বাড়ায়, তা থেকে রক্ষা করে নারকেল তেল। নারকেল তেলে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয় এবং ত্বকের এজিং প্রক্রিয়া বিলম্বিত করে তারুণ্যকে ধরে রাখে। এক টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে আধ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। দেখবেন ত্বকের ফাইন লাইনস ও রিঙ্কলস দূর হবে।
  • দুর্বল ও ফাটা নখ সৌন্দর্য নষ্ট করে। তবে চিন্তা করবেন না। হাতের কাছেই রয়েছে নারকেল তেল। যাঁদের নখ শুকনো, দুর্বল ও ভঙ্গুর হয়। তাঁদের জন্য হাইড্রেশন জরুরি। নখ ও তার বাইরের অংশ নারকেল তেল দিয়ে কয়েক মিনিট মাসাজ করুন। সপ্তাহে ২ বা ৩ বার এটি করলে দারুণ ফল মিলবে। আপনার নখ হবে আরও সুন্দর ও শক্ত।
  • চুল পড়া, খুশকি, চুলের আগা ফাটা দূর করে নারকেল তেল। নারকেল তেল প্রোটিনের জোগান দেয় এবং একেবারে গোড়া থেকে চুল শক্তিশালী করে। সেইসঙ্গে চুলকে উজ্জ্বল করতে সহায়তা করে। ফলে চুল হয় ঘন ও সিল্কি।
  • শুকনো ও ফাটা ঠোঁটের প্রাকৃতিক সুরক্ষাকারী হলো নারকেল তেল। ত্বককে আর্দ্র রাখে এবং ঠোঁটকে নরম ও মসৃণ করে। সামান্য নারকেল তেল দিয়ে ঠোঁট মাসাজ করুন, এতে ঠোঁট আর্দ্র থাকবে এবং ঠোঁট সুন্দর হবে।
  • ত্বকের ক্ষতজনিত দাগ কমাতেও সাহায্য করে নারকেল তেল। এটি ত্বককে আর্দ্র রাখে এবং ক্ষতস্থান শুকোতে সাহায্য করে। নিয়মিত নারকেল তেল ত্বকে মাখলে ক্ষতজনিত বিভিন্ন দাগ দূর হবে এবং ত্বক হবে আরও নরম ও সুন্দর।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page