কখন ল্যান্ডফল ঘূর্ণিঝড় সিত্রাং এর ?
তৃতীয়পক্ষ ওয়েব- আলোতে আলোতে ঝলমলে চারদিক। তবে সেই সঙ্গে আকাশে কালো মেঘের ঘনঘটাও। ঘূর্ণিঝড় সিত্রাং শিয়রে খাঁড়া হয়ে ঝুলছে। গতকাল রাত থেকে ঝিরি ঝিরি বৃষ্টিপাত শুরু হয়েছিল। আজ সকাল থেকেও আকাশের মুখ ভার। ঝিরি ঝিরি বৃষ্টিপাত চলছে বিক্ষিপ্তভাবে। তার সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে।
তবে কালীপুজোর মধ্যে কলকাতাবাসীদের জন্য সুখবর। কলকাতায় সিত্রাংয়ের সেভাবে প্রভাব পড়বে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টি হলেও খুব বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ অক্টোবর ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। প্রতি ঘণ্টায় হাওয়ার বেগ সর্বোচ্চ হতে পারে ৭০ কিলোমিটার। দুই ২৪ পরগণায় সন্ধে ও রাতে সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। ফেরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে শুধুমাত্র দুই ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির উপকূলবর্তী এলাকাতে মাঝারি বৃষ্টিপাত হবে।
বর্তমানে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অবস্থান উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপরে। এই মুহূর্তে সাগর থেকে ৩৮০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। বাংলাদেশের বরিশাল থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে ৫২০ দূরে রয়েছে সিত্রাং। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১২ ঘণ্টা ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হবে সিত্রাং।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বরিশালের কাছে তিনকোণা দ্বীপের ওপর দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করে ২৫ অক্টোবর সকালে আছড়ে পড়বে সিত্রাং। আলিুপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সকালে ৩৮ কিলোমিটার বেগে আলিপুরে ঝোড়ো হাওয়া নথিভুক্ত হয়েছে। ২৫ অক্টোবর সকালে দুই ২৪ পরগণার বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দুই ২৪ পরগনায় ৭০-৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতে এই ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়বে।
সিত্রাংয়ের প্রভাবে নদীয়া, মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টি হবে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৫ অক্টোবর রাতের থেকে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে।