hug a sheep day

আজব দিবস : আজ ভেড়া জড়িয়ে ধরার দিন

তৃতীয়পক্ষ ওয়েব-  আজ নাকি ‘ভেড়া জড়িয়ে ধরার দিন’। নরম তুলতুলে সাদা ভেড়া দেখলে অনেকেরই জড়িয়ে ধরতে ইচ্ছে করে।  যাঁরা ভেড়া পুষেছেন—তাঁরা ব্যাপারটা ভালো বুঝতে পারবেন। সবুজ মাঠে যখন সাদা পশমের ভেড়ার পাল নীল-বাদামি চোখ নিয়ে চরে বেড়ায় যখন, দূর থেকে দেখলে মনে হয় অদ্ভুত সুন্দর ফুলের দল ঘুরে বেড়াচ্ছে।

আটলান্টিক সাগরে ফকল্যান্ড দ্বীপে জনসংখ্যার চেয়ে নাকি ভেড়ার সংখ্যাই বেশি। শুধু ভেড়ার পাল চরে বেড়ানো দ্বীপের দৃশ্যটি একবার ভাবুন তো! অন্যদিকে নেদারল্যান্ডসের দ্বীপশহর টেসেল তো  রীতিমতো ভেড়ার রাজ্য।

ভেড়া কিন্তু দারুণ উপকারী এক পশু। যার পশম থেকে তৈরি পোশাক, চাদর বা কম্বল গোটা বিশ্বে জনপ্রিয়। পুষ্টিগুণে ভেড়ার মাংস ও দুধ খাবার হিসেবেও অতি উপাদেয়।

আরেকটা ব্যাপার হলো বিশ্বের প্রথম ক্লোনিং পদ্ধতিতে জন্ম নেওয়া স্তন্যপায়ী প্রাণী ‘ডলি’ও  একটি ভেড়া।

আজ ২৯ অক্টোবর ‘ভেড়া জড়িয়ে ধরার দিন’ অর্থাৎ Hug a sheep day’। প্রতিবছর অক্টোবরের শেষ শনিবার দিবসটি পালিত হয়। প্রসঙ্গত পানকিন নামে একটি ভেড়ার জন্মদিনকে কেন্দ্র করে এই দিবসের উৎপত্তি হয়েছিল। ‘দ্য ক্রেজি শিপ লেডি’ নামের একটি খামারের প্রথম ভেড়া পানকিন , যাকে ১৯৯২ সালে আনা হয়েছিল। আস্তে আস্তে সে বন্ধু হয়ে ওঠে।

শেয়ার করতে:

You cannot copy content of this page