আপনি কি বাচ্চাকে সারাদিন ডায়াপার পরিয়ে রাখছেন?
তৃতীয়পক্ষ ওয়েব ডেস্কঃ শ্যাম্পুর বিজ্ঞাপনের মত জীবনের সবক্ষেত্রেই সমস্যার একটি সমাধান চলে আসছে। সদ্যোজাত শিশুদের প্রস্রাবের পর যাতে বারবার কাপড় বদলাতে না হয় তাই সমাধান হিসেবে ডায়াপার ব্যবহার করা হয় এই ডায়াপার বর্তমানে দ্রুত জীবনের জন্য আশীর্বাদ হয়ে উঠলেও শিশুদের জন্য তা অভিশাপের মতো হয়ে দাঁড়ায়।
* শিশুদের ত্বক খুবই নরম এবং কোমল ত্বক থাকে এবং কঠিন কিছু তাদের ত্বকের ক্ষতি করতে পারে। কিছু ডায়াপার উৎপাদনকারী কোম্পানি প্রায়ই ডায়াপার তৈরিতে সিন্থেটিক ফাইবার, রং বা অন্যান্য প্রতিক্রিয়াধর্মী রাসায়নিক পণ্য ব্যবহার করে। এই সমস্ত রাসায়নিক আপনার শিশুর সংবেদনশীল ত্বকের ক্ষতি করতে পারে এবং অ্যালার্জির কারণ হতে পারে। এমন একটি ডায়াপার বাছুন যা নরম এবং ত্বকের জন্য প্রতিক্রিয়াশীল হবে না এমন উপকরণ দিয়ে তৈরি।
* শিশুদের মধ্যে ডায়াপার থেকে র্যাশ হওয়া খুব সাধারণ। যদি একটি ভেজা ডায়াপার স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে শিশুর শরীরে রেখে দেওয়া হয়, তাহলে ভেজা নোংরা ডায়াপারে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতে পারে এবং ফুসকুড়ি হতে পারে। ফুসকুড়ি হওয়ার ঝুঁকি কমাতে নিয়মিত ছোট্টটির ডায়াপার পরিবর্তন করতে ভুলবেন না।
* ডায়াপার এমন একটি উপাদান দিয়ে তৈরি করা হয় যা আপনার শিশুর প্রস্রাব শোষণ করে নেয়। একই পদার্থ আপনার শিশুর ডায়াপারের ভিতরে বাতাসের সহজ প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে এবং ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুর বংশবৃদ্ধির জন্য উপযুক্ত অবস্থা তৈরি করে । প্রচুর ডায়াপার ব্যবহার আপনার শিশুর ত্বকে অন্যান্য সংক্রমণের প্রবণতা বাড়িয়ে তোলে। তাই আপনার শিশুর ডায়াপার ঘন ঘন পরিবর্তন করতে ভুলবেন না।
* আপনার শিশুকে বেশিরভাগ সময় ডায়াপার পরতে দিলে আপনার শিশুর টয়লেট-প্রশিক্ষণে সমস্যা হতে পারে। এর কারণ হল শিশুরা ডায়াপারে প্রস্রাব করা এবং মলত্যাগ করতে অভ্যস্ত হয়ে যায় এবং পিতামাতারাও এটিকে সুবিধাজনক বলে মনে করেন।
কি কি করবেন
* ভেজা থাকুক বা না থাকুক দু’ঘন্টা অন্তর ডায়াপার বদলে দিন।
* খুব প্রয়োজন ছাড়া ডায়াপার পরাবেন না।
* নিতান্ত ডায়াপার পরাতে হলে নরম সুতির পরিবেশ বান্ধব ডায়াপার পরান।
* বর্তমানে ডায়াপার থেকে ছোট্ট বাচ্চাদের অনেক রোগ হচ্ছে। আপনার ছোট্ট সোনার যেন সেরকম কিছু না হয় খেয়াল রাখবেন।