আবার বিয়ে! এবার হবে কালীঘাটে গিয়ে, বললেন মদন মিত্র
তৃতীয়পক্ষ ওয়েব- আরও একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মদন মিত্র। এদিকে তৃণমূলের ভেতর তাঁকে নিয়ে ভীষণ দন্দ্ব, তুলকালাম। তার মধ্যেই বিয়ে করতে চলেছেন তিনি। এরকমটাই জানালেন মিত্র মহাশয়। তা’ও যে সে পাঞ্জাবী নয়, লাখ টাকার পাঞ্জাবী উঠবে তার গায়ে।
শনিবার বিকেল চারটে নাগাদ ভবানীপুর শাঁখারিপাড়া থেকে বরযাত্রী নিয়ে বের হবেন তিনি। গন্তব্য কালীঘাট। কিন্তু দ্বিতীয় স্ত্রী কে হবেন? এই প্রশ্নের উত্তর বেশ রহস্য মাখা। শুক্রবার রাতেই বিয়ের কেনাকাটা সেরে ফেলেছেন তিনি। লাল রঙের পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে ঘিয়ে রঙের ধুতি কিনেছেন। নববধূর জন্য লাল বেনারসিও কিনেছেন বর। আবার বাসি বিয়ের পাঞ্জাবিও কিনেছেন বলে জানিয়েছেন মদন মিত্র।
এদিন বিয়ের প্রসঙ্গে মদন মিত্র বলেছেন, ‘আসলে আমি মানসিক ভাবে খুব বিভ্রান্ত। সামনেই রয়েছে ভ্যালেন্টাইন্স ডে। সবাই যখন বলছে ‘ওয়ান ম্যান ওয়ান পোস্ট’। তাই আমিও ভেবেছিলাম ‘ওয়ান ম্যান ওয়ান ওয়াইফ’। কিন্তু এখন ভাবছি দুটো হাত দুটো পায়ের মতোই দুটো বউ ছাড়া চলবে না। তাই আবার বিয়ে করছি’। তবে দ্বিতীয় বার বিয়েতে মাথায় টোপর দিতে নারাজ তিনি। ফ্যাশন ডিজাইনারকে নির্দেশ দিয়েছেন মাথায় টোপরের বিকল্প হিসেবে নতুন কিছু সাজের বন্দোবস্ত করতে। বরযাত্রীদের সাজসজ্জায় যাতে কোনও খামতি না থাকে, সে দিকেও সজাগ দৃষ্টি রয়েছে মদনের।
ব্যান্ড পার্টি নিয়ে শোভাযাত্রা করে ভবানীপুর থেকে কালীঘাটের উদ্দেশে বিয়ে করতে যাবেন বলে জানিয়েছেন মদন মিত্র। এদিকে তার অনুগামীদের অনেকেই বলছেন, এক ব্যক্তি এক পদ নিয়ে তৃণমূলে যে দ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়েছে সে নিয়ে মদনের নিজস্ব মতামত রয়েছে। তাই দলকে বোঝাতেই হয়তো নতুন কোনও চমক রাখছেন তিনি।
এদিকে যে সময় কালীঘাটে মদন মিত্র বরযাত্রী নিয়ে পৌঁছবেন সেই সময়েই কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে শুরু হবে তৃণমূলের বৈঠক। শনিবার বিকেলে মদন মিত্র নতুন কি চমক দেন, সেই অপেক্ষায় রয়েছেন সবাই।