নতুন বছরে এই ৪ রাশির ভাগ্যে আসছে সুখের সময়! 

তৃতীয়পক্ষ ওয়েব- ১৫ এপ্রিল ২০২২ শুক্রবার বাংলা নববর্ষ। জ্যোতিষশাস্ত্র বলছে, ১৩ এপ্রিল ২০২২ দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে মীন রাশিতে। দেবগুরুর এই রাশি পরিবর্তনের ফলে ৪ টি রাশিতে পড়তে চলেছে সুপ্রভাব। একনজরে দেখে নিন, কোন ৪ টি রাশিতে পড়তে চলেছে এর সুপ্রভাব।

মেষ

প্রায় ১২ মাস পরে ফের দেবগুরু বৃহস্পতি পরিবর্তন করতে চলেছে রাশি। ১৩ এপ্রিলের আশপাশের সময়, জাতক জাতিকারা বহুদিনের চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। এই সময় বিনিয়োগের জন্য খুবই ভালো সময়। নতুন চাকরিতে প্রবেশের কথা যাঁরা ভাবছেন, তাঁদের জন্য এই সময় অনেকটাই ভাল। এছাড়া পরিবারে হতে পারে বহু মাঙ্গলিক কাজকর্ম।

বৃষ

বৃষ রাশির জাতক জাতিকার একাদশে রয়েছে বৃহস্পতি। যার ফলে ১৩ এপ্রিলের আশপাশে আপনি মান সম্মান ও সৌভাগ্যের প্রাপ্তি দেখতে পারেন। অনেক দিনের জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। প্রেম জীবন হবে ভালো। প্রেমজীবনে বর্ষিত হবে শান্তি ও সুখ। উচ্চপদস্থ কর্তাদের সহযোগিতা লাভ কর্মক্ষেত্রে।

মিথুন

বৃহস্পতির রাশি পরিবর্তনে সবচেয়ে বেশি লাভ হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। বহুদিনের সমস্যা থেকে মুক্তি লাভ। বৃহস্পতি জীবনের দশমভাবে স্থিত হবে। বহুদিন ধরে আটকে থাকা টাকা পাবেন ফেরত। ব্যবসায়ীদের জন্য উন্নতির সময়। কেরিয়ারে উন্নতি রয়েছে।

মীন

মীন রাশিতে বৃহস্পতির প্রবেশ ঘটবে ১৩ এপ্রিল। জীবনসঙ্গীর সঙ্গে সমস্ত সম্পর্ক খুবই ভাল হতে চলেছে এইসময়। বৈবাহিক জীবন হবে আনন্দের। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্তার সহযোগিতা মিলবে সবসময়।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page