আঁটোসাঁটো সুরক্ষায় জোর কলকাতা পুরসভার
পিনাকী চৌধুরী।। ভুয়ো ভ্যাকসিন কান্ডে দেবাঞ্জন দেবের কুকীর্তি ফাঁস হয়ে গেছে। তবে আর কালবিলম্ব না করে কলকাতা পুরসভা একগুচ্ছ কঠোর নিয়ম জারি করেছে। মূলত সুরক্ষা বলয় নিশ্চিত করতে এবার থেকে পুরভবনের প্রধান দ্বারে একটি খাতায় নাম লিখে তবেই প্রবেশাধিকার পাবেন বহিরাগতরা। এছাড়াও পুরকর্মীদের প্রত্যেকেই গলায় সচিত্র পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে হবে। সিসিটিভি ক্যামেরার সংখ্যাও বাড়ছে। প্রসঙ্গত উল্লেখ্য, এস এন ব্যানার্জি রোডে অবস্থিত পুরসভার সদর দফতর।
বিভিন্ন প্রয়োজনে প্রায় প্রতিদিনই অসংখ্য মানুষ কলকাতা পুরসভার সদর দফতরে আসেন । তবে এবার থেকে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। বহিরাগত কেউ এলে এবার থেকে তিনি কে এবং কার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, তা ভিজিটার বুকে পুঙ্খানুপুঙ্খ ভাবে লিখতে হবে। মোদ্দা কথা হচ্ছে এবার থেকে পুরভবনে অবাধ বিচরণে রাশ টানা হবে। তবে প্রশ্ন উঠছে , নিয়মের বেড়াজালে বেশি কড়াকড়ি করলে তো সাধারণ মানুষ হয়তো পুরভবনে প্রবেশ করতে গেলে আবার হয়রানির শিকার হবেন না তো ? তবে পাশাপাশি এটাও ঠিক যে, এস এন ব্যানার্জি রোডের পুরভবনের সদর দফতরে নিরাপত্তা আঁটোসাঁটো করাটা জরুরি ছিল।