Facebook: আচমকা বন্ধ হলো মেটার জগত! তবে কি সাইবার অ্যাটাক
তৃতীয়পক্ষ ওয়েবডেস্কঃ আচমকাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছে না ফেসবুক ব্যবহারকারীরা। মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটের পর থেকে ফেসবুকে লগইনের চেষ্টা করেও সেখানে প্রবেশ করা যাচ্ছে না।
তবে কি জন্য এমনটি হয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মনে করা হচ্ছে, মেটার নিজেদের পলিসি পরিবর্তনের কারণে এমনটা হতে পারে। তবে, বিষয়টি নিয়ে এখনও কোনও তথ্য জানায়নি ফেসবুকের নির্মাতা প্রতিষ্ঠান মেটা ।
ফেসবুক ব্যবহারকারী রন জানান, মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটের পর হুট করেই ফেসবুক থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর থেকে কিছুতেই ঢুকতে পারছি না। প্রথমে মনে করেছি আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। সে নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি। কিন্তু খবর নিয়ে জানি আরও অনেকেরই এমন হয়েছে।
জানা গেছে, শুধু পশ্চিমবঙ্গে নয়, বিশ্বজুড়েই ফেসবুকে এই সমস্যা দেখা দিয়েছে।