OTT 2024: সাড়ম্বরে অনুষ্ঠিত হলো রেডওয়াইন ওটিটি সম্মান ২০২৪

OTT 2024: সাড়ম্বরে অনুষ্ঠিত হলো রেডওয়াইন ওটিটি সম্মান ২০২৪

স্বাতী চৌধুরী, তৃতীয়পক্ষ প্রতিনিধিঃ ২০২৪-এর ওটিটি (OTT 2024) সম্মান সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। ইজেডসিসি অডিটোরিয়ামে প্রথমবার অ্যাওয়ার্ড সেরিমনি আয়োজন করা হয়েছিল ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে যারা বিভিন্নভাবে তাঁদের কাজ তুলে ধরেছেন।
গত বছর আগস্টে বাংলা সিনেমা ও দূরদর্শন অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছিল। সেই মতোই নতুন বছরে আয়োজন করা হয় ওটিটি সম্মান। রেডওয়াইন এন্টারটেইনমেন্টের (Redwine Entertainment ) সহযোগিতায় এবং অভিজিৎ গুপ্তের উদ্যোগে এদিন পুরস্কার তুলে দেওয়া হয় অভিনেতা, অভিনেত্রীদের।

‘আবার প্রলয়’ সিরিজের হাত ধরে ‘ওটিটি সম্মান ২০২৪’-এর মঞ্চে ‘বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোল (মেল)’- এর পুরস্কার পেলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়া সেরা ওয়েব সিরিজের তকমাও জুটল ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের, যার পুরস্কার পেলেন পরিচালক রাজ চক্রবর্তী।
‘ওটিটি সম্মান ২০২৪’-এ বছর সেরা মিউজিক ভিডিওর শিরোপা পেল সৈকত বারুরি পরিচালিত ‘আইলো উমা বাড়িতে’। গানটি গেয়েছেন সঙ্গীত শিল্পী অন্তরা নন্দী। মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার নিলেন মনামী ঘোষ । এছাড়া Voice Over Artist এর সম্মান পেলেন সমাপন মিশ্র (Samapan Misra)।


অন্যদিকে “মিলন হবে কত দিনে” গানের জন্য Best Singer Female হিসেবে অ্যাওয়ার্ড পেলেন অঙ্কিতা ভট্টাচার্য। অদিতি রায় পরিচালিত ‘বোধন’ ওয়েব সিরিজের জন্য ‘ওটিটি সম্মান ২০২৪’-এর মঞ্চে ‘লিডিং রোল’-এ সেরা অভিনেত্রীর সম্মান পেলেন সন্দীপ্তা সেন। ‘রাকা’র ভূমিকায় সন্দীপ্তার অভিনয় বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। কুমুদিনী ভবনে’ অভিনয়ের জন্য পুরস্কার পেলেন অম্বরীশ ভট্টাচার্য।
Best Music Video of the Year Award পেলেন  অরিজিৎ সরকার ও তার টিম CONFUSED Picture। এছাড়া Best Podcaster Of the Year অ্যাওয়ার্ড পেলেন গৌরব তপাদার। আরজে প্রবীন পেলেন বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর পুরস্কার। এছাড়া প্রেরণা দাস পেলেন বেস্ট ব্লগারের পুরস্কার।
এদিন সল্টলেক EZCC স্টেডিয়ামে ছিল তারার মেলা। নাচ গান হাসি মজায় আনন্দের আয়োজনে অনুষ্ঠিত হলো ওটিটি সম্মান ২০২৪।

ছবি এবং তথ্য- D-Radix Entertainment

শেয়ার করতে:

You cannot copy content of this page