ইংল্যান্ড-ইন্ডিয়া সিরিজ- আঙুলে চোট নিয়ে টিম থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর

তৃতীয়পক্ষ ওয়েব- ইংল্যান্ড সফরজুড়ে যেন চোটের ধাক্কা। ফের একবার জোড়া ধাক্কা খেলো ভারত। এবার চোটের জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর ও আবেশ খান। এর আগে অবশ্য চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন দলের তারকা ওপেনার শুভমন গিল।

তরুণ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরই এই মুহূর্তে ভারতীয় দলের সবথেকে বড় ভরসা। ওয়াশিংটন এবং রিজার্ভ দলের সদস্য আরেক তরুণ পেসার আবেশ খান ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। তাঁদের চোটের পরিমাণ বেশ অনেকটাই।

ওয়াশিংটন সুন্দর ও আবেশ খান, দুজনেই চেস্টার লে স্ট্রিটের চলতি প্রস্তুতি ম্যাচে কাউন্টি একাদশের খেলছিলেন।  প্র্যাকটিস ম্যাচ চলাকালীন দুই ক্রিকেটারই তাদের আঙুলে আঘাত পেয়েছেন। তবে ওয়াশিংটন সুন্দরের আঘাতের কারণ এখনও জানা যায়নি। অন্যদিকে আবেশ খান ম্যাচ চলাকালীন নিজের বাঁ হাতের বুড়ো আঙুলে আঘাত পেয়েছেন।

শুভমন গিলের পরিবর্ত হিসেবে এখনও কাউকে আনতে চায়নি বিসিসিআই। তবে ওয়াশিংটন সুন্দরের মতো অলরাউন্ডারের টিম থেকে ছিটকে যাওয়ায় চিন্তায় থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ডও। স্পিনার অলরাউন্ডার হিসেবে বর্তমানে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল রয়েছেন ইন্ডিয়ান টিমে। রিজার্ভ বেঞ্চে আবেশ খানের বিদায়ও আপাতত চিন্তায় রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page