ঋতুমতী ধরিত্রী

পিনাকী চৌধুরী।। হিন্দুধর্মের একটি প্রধান উৎসব হল এই অম্বুবাচী। ইতিমধ্যেই অম্বুবাচী শুরু হয়ে গেছে, চলবে আগামী শুক্রবার বিকাল পর্যন্ত। আসলে মা ধরিত্রীও কিন্তু ঋতুমতী হন ! আর সেই সময় কিন্তু , মানে অম্বুবাচী চলাকালীন সময়ে বৃক্ষরোপণ ও ভূমিকর্ষণ করা একেবারেই অনুচিত। কথিত আছে যে, ক্যামাখ্যায় দেবীর যোনী খন্ড পতিত হয়েছিল। আর সেই কামাখ্যায় মায়ের যোনিশিলা থেকে এক অদ্ভুত লাল রঙের ধারা বের হয়ে ব্রহ্মপুত্রের জলে গিয়ে মেশে এবং সেই জলেও লাল রঙের স্রোত বয়ে যায় !

তবে এই অম্বুবাচী চলাকালীন সময়ে মহাশক্তি, মা দুর্গা অথবা মা কালীর মূর্তি বা পটের সামনেটা লাল রঙের কাপড়ে মুড়ে ফেলা হয়। এইসময় গৃহপ্রবেশ বা বিবাহ ইত্যাদি শুভ কাজ সম্পন্ন করা যায় না। আর নিজগৃহে নিত্য পুজো করলেও কখনও স্তোত্র পাঠ করতে নেই । তবে গুরু পুজোয় কোনো দোষ নেই। এছাড়াও যদি কোনও বছর অম্বুবাচী চলাকালীন সময়ে রথযাত্রা উৎসব পড়ে, তাহলে তা নিয়মমাফিক হয় , কারণ রথযাত্রা উৎসবকে সাধারণত নিত্যকর্ম হিসেবে দেখা হয়। এছাড়াও শাস্ত্রমতে এই অম্বুবাচী চলাকালীন সময়ে একেবারেই যৌন সংসর্গ করা উচিত নয়। তাৎপর্যের বিষয় হল অম্বুবাচীর সময়ে সাধারণত বৃষ্টিপাত হয়, ঠিক যেমনটি এখন হচ্ছে । এটা কিন্তু প্রতীকী ! কারণ – রজঃস্রাবের সময়ে কিন্তু নারীদের যেমনটি হয় ।।

শেয়ার করতে:

You cannot copy content of this page