এই পাখি প্রেমিকার জন্যে সাজিয়ে রাখে বাসা
অনেক পাখিই দেখেছেন আপনি। সবারই আলাদা আলাদা গুণ কখনো না কখনো আপনাকে মুগ্ধ করে রেখেছে। কেউ গানে মুগ্ধ করে রাখে, তো কেউ দেখনদারিতে। এরকমই এক পাখি হলো বাওয়ার বার্ডস। দেখতে যেমন, তেমনি তার রঙিন মেজাজ। সারাক্ষণ যেন প্রেমে ডুবে থাকে। এর বিশেষত্বই হল প্রেমিকার জন্যে নিজের বাড়িকে স্থপতি হিসেবে তৈরি করা। মেয়ে পাখিকে আকর্ষণ করার জন্য রঙিন এবং উজ্জ্বল জিনিস দিয়ে নীড় সাজিয়ে রাখে।
বাওয়ার পাখি প্রায় ২০টি প্রজাতি রয়েছে। তবে এই প্রেমিক বাওয়ারের দেখা মেলে ইন্দোনেশিয়ার নিউ গিনিতে। এরা ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে রাখে। খুব দক্ষতার সঙ্গে ফুল পাতা বানিয়ে তোলে নিজের বাসায়। এরপর চকচকে পোকামাকড় সংগ্রহ করে বাসার গায়ে লাগিয়ে দেয়। বেশিরভাগ নীল রঙের জিনিস দিয়ে সাজাতে ভালোবাসে এই পাখি।
বাওয়ার পাখি প্রায়ই অন্য পাখির বাসা থেকে জিনিস চুরি করে আনে। এছাড়া মানুষের ব্যবহৃত প্লাস্টিক বোতল, রঙিন ক্যাপ সংগ্রহ করে সাজিয়ে রাখে। মেয়ে বাওয়ার পাখি ছেলে বাওয়ার পাখির বাড়ির নকশা এবং সাজসজ্জা দেখে খুশি হয়ে, বুঝতে পারে এটিই তার প্রেমিকের বাড়ি।