একটি যুগের অবসানে সৌদি আরবের মহিলারা আজ স্বাধীন
পিনাকী চৌধুরী- সৌদি আরবে ঠিক যেন একটা যুগের অবসান হল! সৌদি আরব প্রশাসন ১৬৯ (বি) আইনের সংশোধনী এনেছে। কিন্তু কি রয়েছে তাতে ? উক্ত সংশোধনী আইনে উল্লেখ করা হয়েছে যে সৌদি আরবের মহিলারা চাইলে স্বাধীন ভাবে জীবন যাপন করতে পারবেন। এমনকি তাঁদের বিবাহ বিচ্ছেদ হলে অথবা কোনো বিধবা নারী নিজের মতো করে স্বাধীন ভাবে জীবন যাপন করতে পারবেন, তাঁদের কোনো পুরুষ অভিভাবকদের অধীনে থাকতে হবে না।
আক্ষরিক অর্থেই যেন সৌদি আরবে এক নতুন দিগন্তের সূচনা হল। তবে আগের ১৬৯ আইনের অপব্যবহারের বিরুদ্ধে বারে বারে সোচ্চার হয়েছে সেখানকার সংবাদ মাধ্যম। কার্যত পুরুষতান্ত্রিক সমাজের দিকে আঙুল উঠেছিল !
তবে এখন আর তা হবে না। সৌদি আরব প্রশাসনের ১৬৯(বি ) আইনে স্পষ্ট করে বলা হয়েছে যে, বিবাহ বিচ্ছেদ হলে অথবা কোনো বিধবা , এমনকি যেকোনো নারীদের আগের মতো আর পুরুষ অভিভাবকদের অধীনে থাকতে হবে না, তাঁরা ইচ্ছে করলেই স্বাধীন ভাবে জীবন যাপন করতে পারবেন।