একাধিক রুটের ট্রেন চলাচল বাতিল করা হয়েছে
পিনাকী চৌধুরী- করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার জন্য বেসামাল দেশ এবং অবশ্যই পশ্চিমবঙ্গ । আমাদের রাজ্যে কার্যত লক ডাউন চলেছে। জরুরী পরিষেবা ছাড়া আপাতত বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রয়েছে। তবে এ হেন উদ্ভূত পরিস্থিতিতে বেশ কিছু রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। মঙ্গলবার থেকে ১০ টি রুটে আপাতত বন্ধ ট্রেন চলাচল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে নিউ জলপাইগুড়ি – শিয়ালদহ, পুরী – কলকাতা, হলদিবাড়ি ,শিলঘাট , বালুরঘাট রুটের ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
পূর্ব রেলওয়ের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী ২০ মে থেকে বাতিল করা হয়েছে শিয়ালদহ নিউ জলপাইগুড়ি স্পেশাল, এছাড়াও কলকাতা- হলদিবাড়ি স্পেশাল বাতিল করা হয়েছে। ২০ মে থেকে বাতিল ০২৩৪৩ শিয়ালদহ নিউ জলপাইগুড়ি স্পেশাল। ২১ মে থেকে বাতিল ০২৩৪৪ নিউ জলপাইগুড়ি শিয়ালদহ স্পেশাল । ২০ মে থেকে বাতিল ০২২৬১ কলকাতা হলদিবাড়ি স্পেশাল ট্রেন। ২১ মে থেকে বাতিল ০২২৬২ হলদিবাড়ি কলকাতা স্পেশাল ট্রেন। পূর্ব রেলওয়ের সূত্রে জানা গেছে যে, যাত্রী সংখ্যা কম থাকায় এইসব রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে। এদিকে সেইসব ট্রেন রুটের যাত্রীরা বিপাকে পড়েছেন, তাঁরা ভেবে পাচ্ছেন না , কিভাবে তাঁরা গন্তব্যে পৌঁছবেন।