এবার থেকে শিশুদের জন্যেও ‘বাল আধার’

নয়াদিল্লি: বড়দের মতো‌‌ ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সরকার ‘বাল আধার’ নামে চালু করেছে এক ধরনের নীল রংয়ের আধার কার্ড।বুধবারই ইউআইডিএআই এর টুইটার থেকে এই ঘোষণা করা হয়। টুইটারে ‘‌বাল আধার’‌ কার্ডের ছবিও দেওয়া হয়।আধার কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও রকম বায়েমেট্রিক তথ্য ছাড়াই তৈরি হয়ে যাবে এই ধরনের আধার কার্ড। তবে শিশুর বয়স ৫ বছর পূর্ণ হলে বড়দের মতোই বায়োমেট্রিক-সহ সব তথ্য দিতে হবে। আবার বয়স ১৫ হলে ফের একবার আধার তথ্য নেওয়া হবে। নিকটবর্তী আধার কেন্দ্রে জন্মের শংসাপত্র ও হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট দেখাতে হবে। বাবা-মায়ের আধার নম্বরও সেখানে নথিভুক্ত করতে হবে। সেই তথ্যের ভিত্তিতেই সন্তানের বাল আধার কার্ড তৈরি হবে।সরকারের কল্যাণমূলক প্রকল্পে শিশুদের সুযোগ দেওয়ার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে।

শেয়ার করতে:

You cannot copy content of this page