কলকাতা মেট্রো রেলের নতুন নিয়ম, ‘নো মাস্ক, নো মেট্রো’

কোভিড বিধি মেনে লকডাউনের পর কিছু মাস সমস্ত বিধিনিষেধ মেনে যাতায়াত করলেও। ফের মেট্রোতে যাত্রীদের ভিড় এবং কিছু যাত্রীর অসচেতনতার জন্য মেট্রো রেল কলকাতা চালু করল নিয়ম ‘নো মাস্ক, নো মেট্রো’। এখন থেকে প্রতিটা মেট্রো স্টেশনেই চলবে কোভিড থেকে সুরক্ষার ক্যাম্পেইন।

যাত্রীদের সবসময় সতর্ক করে যাচ্ছেন আরপিএফ-এর জওয়ানেরা। কোভিড প্যানডেমিকের অবস্থা যাতে আর ফিরে না আসে সে জন্যেই সতর্ক থাকতে বলছেন সকলকেই। এছাড়া মেট্রোর স্টাফ এবং আরপিএফ জওয়ানেরা মেট্রোতে উঠে স্টেশন থেকে স্টেশন লক্ষ রাখছেন সবকিছু। কোভিড পরিস্থিতির মধ্যে স্টেশন এবং স্টেশনের বাইরেও পরামর্শ দিচ্ছেন মাস্ক পরে থাকার জন্য।

যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে এই পরিস্থিতির ব্যাপারে সচেতন থাকার জন্যে আবেদন জানাচ্ছেন। তাঁরা বলছেন ‘নো মাস্ক, নো মেট্রো’।

মেট্রো স্টেশনের ভেতরে অন-বোর্ডের মধ্যেও চলছে এই ক্যাম্পেইন। তবু যদি যাত্রীদের মধ্যে একটু সচেতনতা বাড়ে। মেট্রো কর্মীদের বক্তব্য, এখন একটু ভিড় বেড়ে গেছে আগের তুলনায়। তাই যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। এভাবে সবাই যদি আমরা মেনে চলি, তাহলে এই মারাত্মক ভাইরাসকে আমরা আটকাতে পারব।

ছবি- সোশ্যাল মিডিয়া

শেয়ার করতে:

You cannot copy content of this page