কার্টুন দেখতে দেখতে গলায় ফাঁস ৯ বছরের শিশুর
তৃতীয়পক্ষ ওয়েব- নদীয়ার নাকাশিপাড়ায় গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু ৯ বছরের শিশুর। তথ্যসূত্র খবর বাড়িতে সে সময় একাই ছিল সে।
প্যানডেমিকের ফলে বাচ্চাদের এখন বাইরে বেরনো বন্ধ। আর বাবা মা’রাও তাঁদের দেখতে দিচ্ছে এই ভেবে যে, যেহেতু এখন সে বাইরে বেরোতে পারছে না, এতে যদি বাচ্চার মন ভালো থাকে। সেই হিসেবেই বাচ্চারাও কার্টুনের দিকে ঝোঁক বাড়ছে।
৯ বছরের এই শিশুকে একা বাড়িতে রেখে পাশেই কোথাও গিয়েছিল বাবা মা। বাচ্চাটি কার্টুন দেখতে দেখতে কখন সেই কার্টুনের চরিত্রকে নকল করে গলায় গামছার ফাঁস লাগিয়েছিল, জানতে পারেনি তাঁরা। বাড়ি ফিরে দেখে এই অবস্থা। তড়িঘড়ি পাশের হসপিটালে নিয়ে যাওয়ায়, সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।
তবে এরকম ঘটনা কিন্তু নতুন নয়। এর আগেও ৯০ এর দিকে শক্তিমান দেখে ছাদ থেকে লাফিয়ে পড়ার ঘটনা ঘটেছিল বেশ কিছু। ছোটদের মানসিকতাটা এখন ভার্চুয়াল দিকে চলে গেছে অনেকটাই। এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে পরিবারকে। অধিকাংশ মনোবিদদের মতে, বাচ্চা যাতে খুব বেশি মোবাইল আসক্ত না হয়ে পড়ে, তাই তাঁর দিকে নজর দিন। তাঁকে বোঝান, ভালো এবং মন্দ দিকটিও।