কোচবিহারে শুরু পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ প্রক্রিয়া

কোচবিহার,দেবস্মিতা ঘোষ : সরকারি কর্মচারী বাদেও নির্বাচন কমিশন এবার ৮০ বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তি ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সেই ব্যবস্থা কার্যকর করতে কোচবিহার জেলার বিভিন্ন স্থানে‌ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, রাজ্য পুলিশ, ব্লক প্রশাসনের আধিকারিক, সংশ্লিষ্ট এলাকার বুথ লেভেল অফিসারদেয় সঙ্গে নিয়ে
পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হলো। আজ তুফানগঞ্জ ২ ব্লকের অসম বাংলা সীমান্তের ৯/৯৭ নং বুথ থেকে ভোট গ্রহণ শুরু হয়। এছাড়া মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি সহ ১০টি গ্রাম পঞ্চায়েতেও শুরু হল পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ। নিয়মানুযায়ী,বাড়িতেই ভোট কেন্দ্র তৈরি করে ভোট দিয়ে তা খামে ভরে সিল করে কর্মীদের হাতে তুলে দিচ্ছেন ভোটাররা।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৬ এপ্রিল পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। কিন্তু এরপরেও কেউ যদি বাদ রয়ে যায় তবে কমিশনের নির্দেশ অনুযায়ী, ৯ এপ্রিলের মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন কারার। সেক্ষেত্রে ব্লকে ৭ ও ৮ এপ্রিলের মধ্যেই পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের কাজ শেষ হবে।

শেয়ার করতে:

You cannot copy content of this page