গতে বাধা ট্রেলার হলেও, আশা জুগিয়ে রাখল সলমন খানের ‘রাধে’
অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তি পেল সলমন খানের নতুন ছবি ‘রাধে’র ট্রেলার। সলমন খানের ফ্যানরা এতদিন আকুল আগ্রহে অপেক্ষা করেছেন রাধে’র ট্রেলারের। এত অপেক্ষার পর অবশেষে সামনে এলো ‘রাধেঃ ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।
গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ শুধুই ভাইজান। টানা প্রায় তিন মিনিট ধরে চলল রাধের কান্ডকারখানা। ঠিক পরিচিত ভূমিকায় সলমন খান ফের একবার দর্শকের কাছে। এই ঈদ-এই দেখা যাবে সলম খানকে রাধের চরিত্রে। ড্রাগ ব্যবসাকে শিক্ষা দিতে রাধে নিজস্ব স্টাইলে আসছেন খুব শীঘ্রই। তাঁর সঙ্গে ছবিতে রয়েছেন রণদীপ হুডা, দিশা পাটানি ও জ্যাকি শ্রফ।
এই ছবির পরিচালক প্রভু দেবা। ২০২০ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু করোনা ভাইরাসের জন্যে লকডাউন ও অতিমারির জেরে দিন পিছিয়ে দেওয়া হয়েছিল ছবির মুক্তির। এরপর থেকেই ফ্যানেরা অপেক্ষায় ছিলেন ছবির মুক্তি নিয়ে। ছবি প্রযোজনা করেছেন সলমান খান, সোহেল খান ও রিল লাইফ প্রোডাকশন প্রাইভেট লিমিটেড। পোস্টারেও দেখা যাচ্ছে নতুনত্ব। কঠোর কোভিড বিধি মেনেই হলেই মুক্তি পাবে সলমন খানের ‘রাধে’।