টোকিও অলিম্পিক, সুতীর্থার পর টেবিল টেনিসে হার মনিকা বাত্রার, জিত শরথ কমলের

তৃতীয়পক্ষ ওয়েব- অলিম্পিকে ভারতের লড়াই জারি থাকল। শনিবার ও রবিবার শুটিং থেকে পদক জয়ের সম্ভাবনা থাকলেও সেই প্রত্যাশা পূরণ হয়নি ভারতের। আজ সোমবারও শুটিংয়ের মেডেল ইভেন্ট রয়েছে ভারতের। টোকিও অলিম্পিক্সে এখনও পর্যন্ত ভারত একটি মাত্র পদক জিতেছে ভারোত্তলন থেকে। মীরাবাঈ চানু দেশকে উপহার দিয়েছেন রূপোর পদক।

অন্যদিকে সুতীর্থার মতোই টেবিল টেনিসের ওমেনস সিঙ্গলসে স্ট্রেট গেমে হেরে গেলেন মনিকা বাত্রা। তৃতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রিয়ার সোফিয়া পলকানোভার কাছে ৮-১১, ২-১১, ৫-১১, ৭-১১ গেমে পরাজিত হন এই ভারতীয় তারকা। চারটি গেম স্থায়ী হয় যথাক্রমে ৮, ৪, ৬ ও ৭ মিনিট।

আজ অস্ট্রিয়ান প্রতিপক্ষের কাছে প্রথম দু’টি গেমেই হেরে বসেন মনিকা। প্রথম গেমে ৮-১১ ব্যবধানে পরাজিত হন মনিকা বাত্রা। পরপর দ্বিতীয় গেমে ২-১১ ব্যবধানে হার মানেন তিনি। দু’টি গেমের ব্যবধান ছিল যথাক্রমে ৮ ও ৪ মিনিট।

অন্যদিকে রবিবার টেবিল টেনিসের মেনস সিঙ্গলসে জয় পেয়েছেন শরথ কমল। ওমেনস সিঙ্গলসে হেরে গিয়েছেন সুতীর্থা।

টোকিও অলিম্পিক্সে রূপো জিতে ভারতকে গর্বিত করা মীরাবাঈ চানু দেশে ফিরছেন। সোশ্যাল মিডিয়ায় দেশে ফেরার কথা জানিয়েছেন তারকা অ্যাথলিট নিজেই।

শেয়ার করতে:

You cannot copy content of this page