ট্রেন সাবওয়েতে ঢুকতেই হুড়মুড়িয়ে ঢুকল জল, মৃত ১২ জন

তৃতীয়পক্ষ ওয়েব- ট্রেন চলছিল তার মতোই। সাবওয়েতে ঢুকতেই ঘটল যত বিপত্তি। হু হু করে ঢুকতে শুরু করল জল। যাত্রীদের বুকের সমান হয়ে উঠল জলের পরিমাণ। ট্রেনের দরজাও খুলছে না। ভাবছেন, কোনও হলিউডের সিনেমার মহড়া চলছে। না তা কিন্তু নয়, বিগত কয়েকদিনের বৃষ্টিতে ভেসে যাচ্ছে চিনের একটি প্রান্ত। হেনান প্রদেশে প্রায় ডুবে গেছে। সেখানেই জেংজউ শহরে ঘটনাটি ঘটেছে।

শতাধিক যাত্রীকে উদ্ধার করা হয়েছে ট্রেন থেকে। আর এই ডুবন্ত ট্রেনেই মারা গিয়েছেন প্রায় ১২ জন যাত্রী। সেখানে ১ কোটি বাসিন্দা বিভিন্ন প্রান্তে জলের মধ্যে আটকে।

ভীষণ বৃষ্টিতে কার্যত গোটা শহর বিচ্ছিন্ন। শহরের বাইরে থাকা আত্মীয় পরিজনেরা রয়েছেন উদ্বোগে। জারি করা হয়েছে সতর্কতা। বৃষ্টির পরিমাণ সেখানে এতই বেশি যে জে়ংজউ শহরের থেকে কিছুটা দূরেই অবস্থিত বাঁধটি যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লুয়োওয়াং-র ইয়েহিটান বাঁধে ২০ মিটার ফাটল ধরেছে বলে তথ্য সূত্রে খবর।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page