দ্বীপের মধ্যে একই জল নীল, সবুজ, কালো!

পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা আজও বিজ্ঞানীরা রহস্যভেদ করতে পারেনি। এই সকল জায়গা মানুষকে যেমন কৌতূহলি করে তোএ, অন্যদিকে বিজ্ঞানীদের কাছে চ্যালেঞ্জেরও মনে হয়।

তবে ভয়ংকর সুন্দরের সঙ্গে সঙ্গে কিছু জায়গা তেমনি ভাবে বিপজ্জনকও বটে। যার মধ্যে এমন একটি স্থান হল কেলিমুটু। ‘কেলি’ যার অর্থ হল পাহাড় আর ‘মুটু’ যার অর্থ ফুটন্ত। স্থানীয় বাসিন্দাদের ধারণা কোনও এক অজানা কারণে এই পাহাড়ে তৈরি হওয়া লেকের জলের রঙ আলাদা আলাদা।

লেক কেলিমুটু তিন ভাগে বিভক্ত। আর তিনটে লেকেরই জলের রঙ আলাদা। মনে করা হয় যে, ঋতু পরিবর্তন ও আগ্নেয়গিরির কারণে এই রঙ পরিবর্তন হতে থাকে।

কথিত আছে, নীল জলের লেক ‘তিউ নুয়া মুরি’ নামে পরিচিত, যা কম বয়সী পবিত্র আত্মার জন্য। লাল জলের লেক ‘তিউ আতা পোলো’ যা শয়তান প্রকৃতির লোক, তাঁদের জন্য। আর সাদা জলের লেক অর্থাৎ ‘তিউ আতা মোপু’ বয়স্ক মানুষের আত্মার জন্যে।

ঋতু পরিবর্তন ও আগ্নেয়গিরিই যে এর একমাত্র কারণ তার কোনো সুষ্ঠু প্রমাণ পাওয়া যায়নি।

শেয়ার করতে:

You cannot copy content of this page