পপ ব্যান্ড বিটিএস-এর ভক্ত আলিয়া ভট্ট!

তৃতীয়পক্ষ ওয়েব- সারা বিশ্বজুড়ে বিখ্যাত দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস। এই ব্যান্ডের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই। এবার সেই জায়গায় নাম জুড়ল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভট-এরও। সম্প্রতি বিটিএস-এর এক টুইটে কমেন্ট করে নিজের ফ্যান-বেস কথা জানিয়েছেন আলিয়া।

সম্প্রতি একটি ফোনের বিজ্ঞাপনে নিজেদের জনপ্রিয় গান ‘বাটার’ ব্যবহার করেছে বিটিএস। টুইটারে সেটি শেয়ার করার পর কমেন্ট বক্স ভরে গেছে ভক্তদের প্রশংসায়। আর তাদের মাঝে রয়েছেন আলিয়াও। তিনি লিখেছেন, ‘ভালো বললেও কম বলা হয়। দারুণ বলে ভালো শোনায়।’

 

বিটিএস-এর কমেন্ট বক্সে আলিয়ার মন্তব্য দেখে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আবার কেউ কেউ সেটা নিয়ে ট্রলও করেছেন।

কিছুদিন আগে আলিয়া আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সেখানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বিটিএস-এর ‘বাটার’ গানটি বাজছিল।

পড়ুনঃ বনশালির ‘দেবদাস’-এর ১৯ বছর!

বর্তমানে সঞ্জয় লীলা বনসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াদি’, এসএস রাজামৌলির ‘আরআরআর’ এবং অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির অপেক্ষায় আছেন আলিয়া ভট্ট।

শেয়ার করতে:

You cannot copy content of this page