প্রয়াত চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

পিনাকী চৌধুরী।। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত আজ সকাল ৬ টায় দক্ষিণ কলকাতার তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন, গতকালও তাঁর ডায়ালিসিস হয় । কিন্তু আজ সকালেই যেন ইন্দ্রপতন ! ভোরবেলা তাঁর স্ত্রী সোহিনী দাশগুপ্ত দেখেন বুদ্ধদেব দাশগুপ্তের শরীর ঠাণ্ডা হয়ে গেছে। পরাধীন ভারতে ১৯৪৪ সালে পুরুলিয়া জেলার আরায় জন্ম বুদ্ধদেব দাশগুপ্তের। মূলত বিখ্যাত এই পরিচালকের প্রায় প্রতিটি ছবিতেই যেন বারে বারে পুরুলিয়ার অনুষঙ্গ ফিরে এসেছে। তিনি প্রথম জীবনে অধ্যাপনার কাজে নিযুক্ত হন। তবে চলচ্চিত্র পরিচালনায় তিনি যেন আক্ষরিক অর্থেই একজন মহীরুহ ! ‘ দূরত্ব ‘ , ‘ মন্দ মেয়ের উপাখ্যান ‘ , ‘ ফেরা ‘, ‘ বাঘ বাহাদুর ‘, ‘ গৃহযুদ্ধ ‘ ছবিতে বুদ্ধদেব দাশগুপ্তের পরিচালনা যেন এক নতুন দিগন্তের সূচনা করে। এছাড়াও ‘ তাহাদের কথা ‘ এবং ‘ চরাচর ‘ সবিশেষ প্রশংসিত হয়েছে। মূলত সাহিত্য সমৃদ্ধ সিনেমা নির্মাণ করে তিনি দর্শকদের প্রশংসা আদায় করেছিলেন। তাঁর নির্মিত প্রতিটি সিনেমাই যেমন সমাজের প্রান্তিক মানুষজনের কথা বলে, ঠিক তেমনই বাস্তবধর্মী সিনেমাগুলো যেন দর্শকদের আয়নার সামনে দাঁড় করিয়ে ভাবায় ! সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের উত্তরসূরি হিসেবে পরিচিত ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সিনেমা জগত ।।

শেয়ার করতে:

You cannot copy content of this page