ফের করোনা আতঙ্ক, বাংলাদেশে ৭ দিনের লকডাউন

ফের একবার লকডাউন হতে চলেছে গোটা বাংলাদেশ জুড়ে। কোভিড যে আবারও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তার প্রমাণ পাওয়া গেল। বাংলাদেশে ঘোষণা করা হল লকডাউন।

আজ সকালে এক বিবৃতিতে আওয়ামি লিগ জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের জানিয়েছেন, ‘বাংলাদেশে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সরকার এক সপ্তাহের লকডাউন ঘোষণা করছে’। আগামী ৫ এপ্রিল থেকে লকডাউন কার্যকর হবে।

যার মধ্যে অফিস-আদালত বন্ধ থাকবে। শিল্প কারখানা রোটেশন পদ্ধতিতে চলবে। শ্রমিকদের যাতে অসুবিধের মধ্যে পড়তে না হয়। এজন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লকডাউনের পর গত সাত মাসের মধ্যে শুক্রবার সংক্রমণের হার সবচেয়ে বেশি ছিল- ২৩.২৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু হয়েছে। প্রয়োজনে লকডাউনের সময় বাড়ানো হতে পারে। এ ব্যাপারে জানানো হবে আগামীতে। শ্রমিকেরা স্বাস্থ্যবিধি মেনে শিফট অনুযায়ী কাজ করবেন। তবে সব ধরনের মার্কেট বন্ধ থাকবে। এছাড়া লকডাউনে শেয়ারবাজারের লেনদেন চলমান থাকবে।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page