বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

একাত্তরের এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গার্ড অফ অনারে বেজে উঠল, ‘ধনধান্যে পুষ্পে ভরা… আমাদেরই বসুন্ধরা’। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ টি তোপধ্বনি দিয়ে মোদীকে স্বাগত জানায় বাংলাদেশ সেনাবাহিনী।
দু’দিনের বাংলাদেশ সফরে আজ শুক্রবার সকালে ঢাকা পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে মোদীর বাংলাদেশ সফর। দীর্ঘ করোনার জেরে ১ বছর বিদেশ সফর করেননি প্রধানমন্ত্রী। ২০২০ সালে শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের সূচনাতে তাঁর বাংলাদেশ যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে তা বাতিল হয়ে যায়।
প্রধানমন্ত্রীর দু’দিনের বাংলাদেশ সফরে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। এদিন বাংলাদেশের জাতীয় স্মারকে শ্রদ্ধা জানাবেন তিনি এরপর মতুয়াদের তীর্থস্থান ওড়াকান্দিতে যাবেন মোদী। শ্রদ্ধা জানাবেন মতুয়া গুরু হরিচাঁদ গুরুচাঁদকে।

ছবিসূত্র- ট্যুইটার

শেয়ার করতে:

You cannot copy content of this page