মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলেছে করোনা টিকা

পিনাকী চৌধুরী।। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে আপাতত গত ছয় মাসে দেশের প্রায় ২৫.৮৭ কোটি মানুষের টিকাকরণ হয়েছে। তাৎপর্যের বিষয় হল, সেই তথ্য অনুযায়ী প্রতিষেধক নেওয়ার পরে অসুস্থ হয়েছেন মোট ২৬,০০০ জন ।‌ তার মধ্যে আবার ১৬% মানুষ অন্য কোনো ক্রনিক শারীরিক সমস্যায় ( কো মর্বিডিটি ) ভুগছিলেন। আর প্রতিষেধক নেওয়ার পরেও মারা গিয়েছেন ৪৮৮ জন । মানে তথ্য অনুযায়ী প্রতি ১০ লক্ষ প্রতিষেধক প্রাপকের মধ্যে মাত্র ২ জন ! কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী দেশের মোট টিকা প্রাপকদের মধ্যে শুধুমাত্র ০.০১ % মানুষ করোনা প্রতিষেধক নেওয়ার পরেও অন্য শারীরিক সমস্যার কথা নথিভুক্ত করেছেন। বাস্তবে এই তথ্য বলছে করোনা প্রতিষেধক নেওয়ার পরে মৃত্যুর সংখ্যা অতীব নগণ্য। প্রসঙ্গত উল্লেখ্য যে, আপাতত ভারতে কোভিশিল্ড এবং কোভ্যাকসিন প্রতিষেধক দেওয়া হচ্ছে, এবং এই দুটি প্রতিষেধকের সাফল্যের হার ৬০- ৭০% ।

পরিসংখ্যান বলছে প্রতি একশো জনে তিরিশ জনের করোনা প্রতিষেধক নেওয়ার পরেও সংক্রমিত হওয়ার কিছুটা আশঙ্কা থাকে, কিন্তু রোগের তীব্রতা তুলনায় অনেক কম হয় । যদিও এখন আমাদের দেশে এবং রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, কিন্তু এখন ঢিলেঢালা মনোভাব দেখলে চলবে না । যথাযথ ভাবে কোভিড বিধি মেনেই এবং অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করা উচিত । এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে অবশ্যই প্রতিষেধকের দুটি ডোজ নির্দিষ্ট সময়ের ব্যবধানে আপামর দেশবাসীকে নিতে হবে।

শেয়ার করতে:

You cannot copy content of this page