শতায়ু হলেন না আর, মারা গেলেন প্রিন্স ফিলিপ

প্রয়াত হলেন ব্রিটেনের কুইন দ্বিতীয় এলিজাবেথের দীর্ঘদিনের জীবনসঙ্গী প্রিন্স ফিলিপ। শুক্রবার বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে ডিউক অব এডিনবার্গ তাঁর প্রয়াণের কথা ঘোষণা করে। মৃত্যুর সময় প্রিন্সের বয়স ছিল ৯৯ বছর।

দ্বিতীয় এলিজাবেথের সঙ্গী হিসেবে দীর্ঘ আট দশক একসঙ্গে কাটিয়েছিলেন প্রিন্স কমান্ড্যান্ট। সেনাবাহিনীর কাজ থেকে অবসর নেওয়ার পর রাণীর সঙ্গে বিভিন্ন সেবামূলক কাজে নিযুক্ত ছিলেন। হার্ট-এ সমস্যা নিয়ে গত ফেব্রুয়ারিতে ভর্তি হয়েছিলেন। সেইসময় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এদিন বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে ট্যুইট করে এই সংবাদ দেওয়া হয়। আগামী জুন মাসেই শতবর্ষ উদযাপন করতেন। মূলত শারীরিক অসুস্থতার জন্য ২০১৭ সাল থেকে নিভৃতবাসে চলে যান প্রিন্স। করনা সংক্রমণ শুরু হওয়ায় কুইন এবং প্রিন্স পশ্চিম লণ্ডনের উইন্ডসর ক্যাসেলে থাকতে শুরু করেন তাঁরা। জানুয়ারি মাসে করোনা ভ্যাকসিন নিয়েছিলেন বলে জানা যায়।

শুধুমাত্র গত জুলাই মাসে নাতনি প্রিন্সেস বেট্রিসের বিয়ের অনুষ্ঠানেই শেষবারের মতো দেখা গিয়েছিল প্রিন্স ফিলিপকে। ২০১১ সালে হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় স্টেন্ট বসানো হয়েছিল। এরপর ২০১৮ ও ২০১৯ সালে তাঁর কোমরের অস্ত্রোপচারও হয়। আজ তাঁর প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তা প্রকাশ করেছেন। প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, শেষকৃত্য এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ জানানো হবে পরবর্তী সময়ে।

ছবিসূত্র- রয়টার্স

শেয়ার করতে:

You cannot copy content of this page