শহরে ফের বিধ্বংসী আগুন, মহেশতলার রাসায়নিক কারখানায়, জখম ৫

তৃতীয়পক্ষ ওয়েব- মহেশতলার একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগল। পরপর বিস্ফোরণে আহত অন্ততপক্ষে ৫ জন শ্রমিক। তিন ঘন্টা পার হয়ে গেলেও আগুন জ্বলছে দাউদাউ করে। দমকলের ৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যস্ত।

তথ্যসূত্রে খবর, কারখানায় থাকা রাসায়নিক ভর্তি ড্রাম ফেটে গিয়ে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। স্থানীয়দের দাবি, বেলা পৌনে ১২টা নাগাদ প্রথমে স্যানিটাইজার তৈরির কারখানায় আগুন লাগে। সেইসময় স্যানিটাইজার তৈরির ওই কারখানায় কাজ করছিলেন ১৫ জন শ্রমিক। আহত শ্রমিকদের উদ্ধার করে আশেপাশের কারখানার শ্রমিকরাই নিয়ে যান বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে।

আশেপাশে আরও অনেক কারখানা রয়েছে। প্রত্যেকটি কারখানায় দাহ্য পদার্থ রয়েছে বলে অনুমান। ফলে, সেখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের ফলে, কারখানার দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। ফলে, আগুন রাস্তায় চলে আসে। আগুনের তাপ এতটাই বেশি যে, দমকল বাহিনীকেও মাঝে পিছিয়ে আসতে হয়। আগুন দ্রুত ছড়াচ্ছে। দাউদাউ করে জ্বলছে কারখানা। আগুনের লেলিহান শিখা বহু দূর থেকেই দৃশ্যমান।  চারদিকই ধোঁয়ায় ঢেকে গিয়েছে।  এলাকায় তীব্র আতঙ্ক দেখা দিয়েছে।

এখনও পর্যন্ত ঘটনাস্থলে ৬টি দমকলের ইঞ্জিন পৌঁছেছে। কিন্তু, আশেপাশে জলাশয় না থাকায় বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে বলে স্থানীয় সূত্রের খবর। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। দমকলের শীর্ষ আধিকারিকরাও পৌঁছেছেন।

শেয়ার করতে:

You cannot copy content of this page