সৌরভ গাঙ্গুলির বায়োপিক

পিনাকী চৌধুরী।। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ইতিমধ্যেই প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিকের । মূলত আপামর ভারতবাসীর আইকন তথা বাঙালির ‘ দাদা’ সেই সৌরভ গাঙ্গুলি সম্মতি দিয়েছেন । চলচ্চিত্র জগতের অন্যতম ব্র্যান্ড নেম viacom এর ব্যানারে নির্মিত হচ্ছে এই বিশেষ বায়োপিক। সৌরভ গাঙ্গুলির লং জার্নি এবং ২২ গজের যুদ্ধ তথা পরবর্তী সময়ে BCCI এর প্রেসিডেন্ট – সবকিছুই এই বায়োপিকে সসম্মানে স্থান পাবে। স্ক্রিপ্ট লেখার কাজ চলছে জোরকদমে। ভাবছেন তো এই বিশেষ বায়োপিকের বাজেট কতো ?

জানা গেছে প্রায় ২০০ কোটি টাকা ! কিন্তু সৌরভের ভূমিকায় কে অভিনয় করবেন ? সূত্রের খবর আপাতত রণবীর কাপুরের নাম বিবেচনায় রয়েছে। তবে আরও দুটি নাম রয়েছে। চূড়ান্ত গোপনীয়তায় সবকিছু ঠিকঠাক হচ্ছে। অতীতে মহেন্দ্র সিং ধোনি এবং আজহার উদ্দিনের বায়োপিক হয়েছে, শচীন তেন্ডুলকারকে নিয়ে সিনেমা হয়েছে। তবে বায়োপিকে নবতম সংযোজন সৌরভ গাঙ্গুলি । বাস্তবে সৌরভ গাঙ্গুলি তো শুধুমাত্র একটি নাম নয় , বরং ব্র্যান্ড নেম ! খাদের কিনারায় গিয়ে কিভাবে বারে বারে ২২ গজের যুদ্ধে ফিরে আসা যায় এবং সসম্মানে ক্রিকেট বিশ্বকে শাসন করা যায়, তার জ্বলন্ত উদাহরণ হলেন মহারাজ, মানে সৌরভ গাঙ্গুলি ।

শেয়ার করতে:

You cannot copy content of this page