হারানো শৈশব ফিরিয়ে দিতে ডোডোর ভার্চুয়াল ক্লাস
পিনাকী চৌধুরী।। শৈশবকাল মানেই যেন এক অপার আনন্দের জগৎ, যখন কিনা ভবিষ্যতের কোনো চিন্তা থাকে না, বর্তমানের আনন্দেই মাতোয়ারা প্রাণ ! কিন্তু ইদানিং সেইসব শিশুরা ক্রমশ পড়ার চাপে কিছুটা হলেও ম্রিয়মাণ ! একটা অদ্ভুত সময়ের চোরাস্রোতে শিশুরা যেন কেমন আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে । তাহলে উপায় ? এসে গেছে ডোডোর ভার্চুয়াল দুষ্টুমি ক্লাস! যে ভার্চুয়াল ক্লাস প্রতি রবিবার সন্ধ্যা ৭ টায় শুরু হচ্ছে। সৃজনশীল যাবতীয় কার্যকলাপ এবং ছড়া , কবিতা, গল্প এখানে শিশুরা করতে পারবে। আর আদ্যন্ত ক্রিয়েটিভ মাইন্ডের এই ডোডোর দুটি স্কুল রয়েছে, Dodo’s creative art movement এবং DRM ( Dream) performing art । আর ফি রবিবার ডোডোর তত্ত্বাবধানে এবং পরিচালনায় এই অভিনব ‘ দুষ্টুমি ক্লাস’ চলছে।
ইতিমধ্যেই বেশ সাড়া পড়ে গেছে। কিন্তু রবিবার শিশুরা ছাড়াও আর কোন কোন ব্যক্তিত্ব ভার্চুয়ালি উপস্থিত থাকবেন ? ডোডো জানালেন প্রতি রবিবার ক্রিয়েটিভ বিষয় নিয়ে শিশুদের সঙ্গে গল্প করতে উপস্থিত থাকবেন নাট্য সমালোচক রঞ্জন গঙ্গোপাধ্যায়, চিত্রশিল্পী অবি সরকার, পুতুল নাট্যশিল্পী শুভ জোয়ার্দার, নৃত্যশিল্পী পেড্রো সুদীপ্ত কুন্ডু প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাস্তবে শৈশব মিনেই যেন এক বাঁধ ভাঙা উচ্ছাস, আবেগ , শৈশব মানেই যেন দুষ্টুমিতে ভরা এক আনন্দের জগৎ! কিন্তু বর্তমানের শিশুরা সেই শৈশব থেকে বোধহয় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর সেই হারানো শৈশব ফিরিয়ে দিতেই ডোডোর এই ‘ দুষ্টুমি ক্লাস’ এর উদ্যোগ । আগে থেকে নাম লেখাতে চাইলে ডোডোর হোয়াটস অ্যাপ নম্বরে যোগাযোগ করা যেতে পারে – 9831410111 ।
To join the meeting on Google Meet, click this link:
https://meet.google.com/mju-eipp-kwy
Or open Meet and enter this code: mju-eipp-kwy # ToDay 7:00PM Sharp # (DoDoo-r Sathe Dustumi Class )