হারিয়ে খুঁজি যাঁরে
এক পাহাড়প্রেমী মনের লুকোনো আলমারি থেকে… ছবি দীপাঞ্জন মুন্সী।
শব্দ সাজালেন কুহেলী ব্যানার্জী।
শহর ফিরিয়ে দিলে যেখানে মন লুকোতে চায়। আমি সেখানেই। ঝড় আসে, বৃষ্টি নামে। আমি পা রাখি বরফের শহরে। আড়মোড়া ভাঙি। অচেনা পথের ভিড়ে চোখ ভরে আসে আলোয়। দ্যাখো আলোয় আকাশ… মাখা।
মাথা নীচু হয়ে আসে তাঁর কাছে। এতটা পথ পেরিয়ে খুঁজে ফেরা স্বপ্ন। এখানে জীবন, এখানে সুখ, এখানেই ডুবে থাকে রূপকথার আগামী। আমার মনে হয়, আর কোথাও যেন যাওয়ার নেই। ঠিক এখানেই ঠিকানা বিহীন স্বপ্ন টুপ টুপ করে ঝরে পড়ে।
ঠিক যেখানে যাওয়ার ছিল। সেই পথ ধরে। রডোডেনড্রনের সারি। আলগোছে তাঁর পায়ে নিজেকে নিবেদন করি। আর বলি, থাক যা আছে জীবনের। ঘুম ঘুম শহরের আদিখ্যেতায় অনেক কথা চাপা পড়ে গেছে।
সীমান্তবিহীন রাত পেরিয়ে এই যে সকাল। একটা গোটা ক্যানভাস শুধু তোমার হয়েই থাকবে। লেন্সবন্দী হয়ে থাকবে রডোডেনড্রন জীবন।
শিরদাঁড়া উঁচু করে দাঁড়িয়ে আছেন তিনি। আরও একবার মাথা নীচু করি তাঁর কাছে। ইচ্ছে হয় গেয়ে উঠি… নমো নমো জ্বী শংকরা… ভোলেনাথ শংকরা। চোখে মুখে তৃপ্তি ছড়িয়ে পড়ে। ছায়াপথ ধরে কে যেন ডেকে যায় বারবার।