হ্যাঁ আমি এক ফুচকাওয়ালা !!!

আমি এক ফুচকাওয়ালা ভাই! হ্যাঁ এরকমই উত্থানের গল্প । শুনুন তাঁর কাছ থেকেই…

এই ফুচকা বিক্রি করেই নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলেছি
অনেক কষ্ট করে এই জায়গায় আজ পৌঁছেছি । আজ আমি বলতে পারি আমি এক গর্বিত ফুচকাওয়ালা তাই ভাবলাম আপনাদেরকে আমাদের গল্পটা বলি একটু বড় সময় নিয়ে পড়বেন..
সময়টা তখন 2020 মে মাস দাদার প্রাইভেট জবের স্যালারিটা হাফ হলো কারণ করোনা তখন দাপিয়ে বেড়াচ্ছে .. আমাদের মধ্যবিত্ত পরিবারে টান দেখা দিল!! আমি তখন ডিপ্লোমা করছি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্বপ্ন ছিল একদিন B.tech করে বড় কোন কোম্পানিতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হব কিন্তু হঠাৎ করে কেমন যেন কালো মেঘ নেমে এলো আমাদের পরিবারে !!


সম্বল বলতে বাবার একটি মুদিখানার দোকান যেটি বিগত 10 বছর যাবত বন্ধ, দু-তিন মাস কোনরকম চালানোর পর ভাবতে লেগেছিলাম হয়তো দোকান টা বিক্রি করে দিতে হবে কিন্তু আমার ও আমার দাদার স্বপ্ন তাড়া করছিল নতুন কিছু শুরু করার তখন থেকেই আমাদের ভাবনা দোকানটা নিয়ে কিছু করব অনেক কিছু ভাবার পর শেষে ঠিক করলাম আমরা ফুচকা ওয়ালা হব।
শুরুটা খুবই কঠিন ছিল অনেকের কাছে অনেক কটুক্তি শুনতে হয়েছে ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে মেয়ে ফুচকার দোকান অনেকেই ঠাট্টা করেছে।

আজ প্রায় আট মাস হতে চলল আমরা যথেষ্ট জায়গা করে নিয়েছি মানুষের মনে। ফুচকাwala নাম এখন হয়তো অনেকেই জানেন মানুষের ভালোবাসায় আমরা আজ অনেক পথে এগিয়েছি এবং আমি আমার স্বপ্নের প্রতি আরও একধাপ এগোতে পেরেছি এখন আমি B.tech করি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে স্বপ্ন এখনো বড় ইঞ্জিনিয়ার হব কিন্তু ফুচকা কে ভুলবো না আজ আমরা যেটুকু তার পিছনে এই ফুচকার অবদান সবচেয়ে বেশি। তাই আরো একটি স্বপ্ন যুক্ত হয়েছে ‘আমাদের এই ফুচকাwala কে একদিন ব্র্যান্ড করে তুলতে চাই’ কিন্তু তার জন্য আপনাদের দরকার।
করোনার দ্বিতীয় ঢেউ আবার কিছুটা থমকে দিয়েছে গাড়িটা ,কিন্তু এইবার আর মনে ভয় নেই জানি আপনাদের পাশে পাব জানি আপনাদের সাথে পাব।
পারলে আমাদের কে সাপোর্ট করার জন্য পোস্টটি একটু শেয়ার করে দেবেন যাতে আমরা আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারি এবং আবার এই কঠিন সময় কাটিয়ে উঠে নতুন ভাবে সেজে উঠতে পারি।
Contact- 9062555953 📞
#ফুচকাwala #fuchkawala

ছবি এবং খবর- ফেসবুক

শেয়ার করতে:

You cannot copy content of this page