অফিস টাইম ১২ ঘন্টা! সপ্তাহে তিনদিন ছুটি!
তৃতীয়পক্ষ ওয়েব- নতুন শ্রম আইনে আসছে নতুন বদল। আগামী ১ অক্টোবর থেকে চাকরিজীবীদের জন্য এটাই আপাতত বড় খবর। সপ্তাহে তিনদিন ছুটি, আধ ঘণ্টা বেশি কাজেই মিলবে ওভার টাইম!
নরেন্দ্র মোদি সরকার আগামী ১ অক্টোবর থেকে সারা দেশে লেবার কোড নিয়ম চালু করার পক্ষে৷ যদি সারা দেশে লেবার কোড আইন কার্যকর হয় সেক্ষেত্রে অফিসে কাজ করার পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে৷ এই নতুন নিয়ম কার্যকর হলে কাজের সময় বাড়তে পারে৷ অন্যদিকে বদলে যাবে কাজের স্টাইল এমনকী ৩০ মিনিট বেশি কাজ করলে সংস্থাকে অতিরিক্ত সময়ের টাকা দিতে হবে কর্মীদের৷
লেবার কোডের নিয়ম অনুযায়ী কোনও কর্মীকে দিনে পাঁচ ঘণ্টার বেশি কাজও করাতে পারবেনা সংশ্লিষ্ট সংস্থা৷ কাজের মাঝে দিতে হবে কমপক্ষে ৩০ মিনিটের বিরতিও৷ নতুন লেবার কোড নিয়ম বা শ্রম আইন অনুযায়ী কর্মীদের প্রতিদিন কাজের সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করার কথা হয়েছে৷ যা এখন বেশিরভাগ সংস্থায় মোট কাজের সময় ৮ থেকে ৯ ঘণ্টা রয়েছে৷
এই আইন চালু হলে সংগঠিত ক্ষেত্রের অফিসে চাকরি করা অনেক কর্মীর ‘টেক হোম’ বেতন কমে যেতে পারে। এর পাশাপাশি কাজ করার সময়সীমা, ওভারটাইমে অতিরিক্ত বেতন, ছুটি, বহু কিছু বদলে যেতে পারে। মূলত ২৯টি শ্রম আইন নিয়ে ৪টি শ্রম কোড তৈরি করেছে কেন্দ্র- কোড অন ওয়েজেস, ইণ্ডাস্ট্রিয়াল রিলেশন কোড, অকুপেশনাল সেফটি এন্ড হেলথ, সোশ্যাল সিকিউরিটি কোড। এই কোডগুলির মধ্যে কোড অন ওয়েজেস এর জন্যে কমতে পারে টেক হোম বেতন। নতুন নিয়ম অনুযায়ী কোনও কর্মীকে সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করতে হবে৷ কোনও ব্যক্তি দিনে ৮ ঘণ্টা করে কাজ করলে সেই কর্মীকে ৬ দিন কাজ করতে হবে৷ সপ্তাহে যদি ৪দিন কোনও কর্মী কাজ করেন ১২ ঘণ্টা করে অর্থাৎ সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাজ করলে সপ্তাহে ৩ দিন ছুটি পাবেন৷
নতুন নিয়ম অনুযায়ী কর্মীদের বেসিক স্যালারি বাড়বে৷ মোট বেতনের অর্ধেক হতে হবে বেসিক স্যালারি৷ বেশিরভাগ কর্মীদের বেতন কাটামোতে পরিবর্তন আসবে৷ অন্যদিকে PF-Gratuity-র জন্য বেশি টাকা কাটবে এবং হাতে কম টাকা এখন আসবে কিন্তু ভবিষ্যতে অবসরের সময় বেশ কিছুটা বেশি টাকা পাবেন৷
মূলত এর আগে ১ এপ্রিল এই আইন লাগু করার কথা থাকলেও তখন সেটি কার্যকর হয়নি। এরপর শুরু হয় জল্পনা। তবে এবার জানানো হয় ১ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে। এখন এটাই দেখার জনগণ কতটা এই আইনে খুশি হতে পারছে, নাকি নতুন করে কোনও শঙ্কা আসতে চলেছে।