আগামী একুশের ভোটপর্বের আগে বাজারে জনপ্রিয়তা পেয়েছে তৃণমূল ও বিজেপির প্রতীক দেওয়া সন্দেশ

বর্ধমান,দেবস্মিতা ঘোষ: আগামী একুশের ভোটপর্ব আসন্ন।তাই বর্ধমানের মিষ্টান্ন বাজারেও লেগে গিয়েছে ভোটের ছোঁয়া। বর্ধমানের একটি মিষ্টির দোকানে প্রবেশ করলেই চোখে পড়বে ভোট উৎসবকে সামনে রেখে তৈরি করা হয়েছে তৃণমূল ও বিজেপির প্রতীক দেওয়া সন্দেশ। বর্ধমানের প্রসিদ্ধ মিষ্টান্ন সীতাভোগ, মিহিদানা ও ল্যাংচার পাশাপাশি নজর কাড়ছে ‘খেলা হবে’ সন্দেশ।

এছাড়াও ভোট উৎসবকে সামনে রেখে তৈরি করা হয়েছে তৃণমূল ও বিজেপির প্রতীক দেওয়া সন্দেশ। ভোটের লড়াইয়ের ময়দানে ’টুম্পা সোনা’ গান যেমন বাজছে তেমনই বাজার মাতাচ্ছে ’খেলা হবে’ স্লোগান। বর্ধমানের মিষ্টান্ন ব্যবসায়ী সৌমেন দাস জানিয়েছেন, এসব দেখেই ‘খেলা হবে’ সন্দেশ তৈরির পরিকল্পনা তাঁর মাথায় আসে। অবশ্য দামে বিজেপির পদ্মফুল সন্দেশকেই এগিয়ে রেখেছেন। তাঁর দোকানে একটি পদ্মফুল সন্দেশ বিক্রি হচ্ছে ১৫ টাকা দরে। আর একটি জোড়াফুল সন্দেশের দাম ১০ টাকা। নলেন গুড় আর রাবড়ি দিয়ে তৈরি ‘খেলা হবে’ সন্দেশ, দাম রাখা হয়েছে প্রতি পিস ১০ টাকা।

এবারের বিধানসভা ভোটে মূল লড়াইটা যেহেতু তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তাই এই দুই দলের প্রতীক বিশিষ্ট সন্দেশ তিনি তৈরি করেছেন।এমন মিষ্টান্ন হাতের কাছে পেয়ে খুশি ভোটাররাও। তবে সবকিছুকেই পিছনে ফেলে দিয়েছে মিষ্টান্নে রাজনীতির ঠোকাঠুকি।

শেয়ার করতে:

You cannot copy content of this page