আন্তর্জাতিক নারী দিবসে কলকাতার রাজপথে আজ মুখ্যমন্ত্রী মমতা

কলকাতা, দেবস্মিতা ঘোষ: আজ আন্তর্জাতিক নারী দিবসে কলকাতার রাজপথে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শামিল হবেন মুখ্যমন্ত্রী। দুপুর ৩টায় তাঁর মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে, কলেজস্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তিনি। তাঁর সঙ্গে মিছিলে যোগদান করবেন অনেক তারকারাও।

প্রসঙ্গত গতকাল শিলিগুড়িতেও পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শামিল হয়েছিলেন তিনি । মহিলাদের নিয়ে দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত পদযাত্রা করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন মিমি, নুসরতরা। মিছিল শেষে জনসভা করে গ্যাস ও পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়েও বক্তব্য রেখেছেন মমতা।কলকাতা থেকে শিলিগুড়ি কয়েকশো কিলোমিটার দূরত্ব হলেও আক্রমণের রেশে সেই দূরত্ব যেন ওই সময়ে অনেকটা কমিয়ে দিয়েছিল।

রাজ্যে নারীরা সুরক্ষিত নন, তৃণমূলের আমলে রাজ্যে নারীদের উপর অত্যাচার বেড়েছে— নারী সুরক্ষা নিয়ে বার বারই বিজেপি-র অভিযোগের মুখে পড়তে হয়েছে শাসক দলকে। তাই,আজ নারী দিবসে প্রতিবাদ মিছিল পালনের মধ্য দিয়ে মমতা গেরুয়া শিবিরকে পাল্টা বার্তা দেওয়ার চেষ্টা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

লক্ষ্যনীয় বিষয় এই যে, এ বারের নির্বাচনে প্রার্থী তালিকায় ৫০ শতাংশ মহিলাকে রেখেছেন তৃণমূল সুপ্রিমো।কিছুদিন আগেও নবান্ন পর্যন্ত ইলেকট্রিক স্কুটারে গিয়ে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছিলেন তিনি।খবরে জানা গিয়েছে, প্রথম দফার ভোটের আগে ১৩ মার্চ থেকে জেলা সফর শুরু করবেন মমতা। আশা করা যাচ্ছে যে, হয়তো নন্দীগ্রাম থেকেই তিনি ভোটকালীন সফর শুরু করতে পারেন।

শেয়ার করতে:

You cannot copy content of this page