আলিপুরদুয়ার জেলার বীরপাড়া এলাকায় সেগুন গাছের ১৩টি গুঁড়ি বাজেয়াপ্ত করলেন বনকর্মীরা
রাঙ্গালিবাজনা,দেবস্মিতা ঘোষ: আলিপুরদুয়ার জেলার বীরপাড়া এলাকায় পাচারকারিদের একটি গাড়িসহ সেগুন গাছের ১৩টি গুঁড়ি বাজেয়াপ্ত করলেন বনদপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জের কর্মীরা। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া এলাকার ঘটনা। আটক করা হয়েছে পাচারকারিদের একটি গাড়িও।
প্রসঙ্গত, বীরপাড়া সহ নিকটবর্তী এলাকায় বনকর্মীদের লাগাতার অভিযানে প্রায়ই বাজেয়াপ্ত হচ্ছে লক্ষ লক্ষ টাকা মূল্যের বেআইনি কাঠ। এগুলির সিংহভাগই সেগুন কাঠ। দলগাঁওয়ের রেঞ্জার দোরজি শেরপা বলেন, ‘বাজেয়াপ্ত কাঠের আনুমানিক বাজারদর প্রায় ৯০ হাজার টাকা। তবে পাচারকারিদের ধরা সম্ভব হয়নি। বনদপ্তর সূত্রে খবর, দলগাঁও রেঞ্জ ও দলমোর বিটের কর্মীরা পাগলি নদীর কাছে শনিবার রাত ১১টা নাগাদ টহল দেওয়ার সময় আলিপুরদুয়ারে গাড়িটিকে আটক করেন।