আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় যুবক!
ভয়ঙ্কর কাণ্ডের সাক্ষী হয়ে থাকলেন আলিপুড় চিড়িয়াখানার প্রত্যক্ষদর্শীরা। আস্ত এক সিংহের খাঁচায় ঢুকে পড়লেন যুবক। সিংহের আঁচড়ে হলেন মারাত্মক জখমও। পূর্ব মেদিনিপুরের বাসিন্দা এই যুবককে আশঙ্কাজনক অবস্থায় ভরতি করা হয়েছে হাসপাতালে।
ওই যুবকের নাম গৌতম গুছাইত। চিড়িয়াখানার কর্মীদের কথায়, সকালবেলা এদিক ওদিক ঘুরছিলেন তিনি। কি করবেন বোঝা যাচ্ছিল না। হঠাৎই এনক্লোজার টপকে ঢুকে যান সিংহের খাঁচায়।
যুবকটি মানসিক ভারসাম্যহীন কিনা, এবং সে নেশাগ্রস্থ অবস্থায় ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ পৌঁছনোর আগেই যুবককে হাসপাতালে নিয়ে যান চিড়িয়াখানার কর্মীরা। গুরতর জখম অবস্থায় উদ্ধার হন যুবকটি। পুলিশের তরফ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এর আগেও এমন ঘটনা ঘটেছে। বাঘের খাঁচায় ঢুকে পড়েছিল দুই যুবক। উল্লেখ্য যে, আলিপুর চিড়িয়াখানাতেই রয়্যাল বেঙ্গলের খাঁচায় ঢুকে ‘শিবা’কে মালা পড়ানোর চেষ্টা করেছিলেন যুবক। ফের সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল চিড়িয়াখানায়।