ইইউ-র রাষ্ট্রদূত ইসাবেলকে বহিষ্কার করলো ভেনেজুয়েলা

নিষেধাজ্ঞা আরোপের জবাবে কারাকাসে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর ইসাবেল ব্রিলহান্তে পেড্রোসাকে বহিষ্কার করল। এর পাশাপাশি পর্তুগিজ এই রাষ্ট্রদূতকে আগামী ৭২ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হবে।

‘গণতন্ত্রের ক্ষতি’ করার অভিযোগে ভেনেজুয়েলার ১৯ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তার পরিপ্রেক্ষিতে দুদিন পরেই ইসাবেলের বিরুদ্ধে এরকম পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা করলেন জর্জ আরিয়াজা।

এদিন এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি ইসাবেল ব্রিলহান্তেকে। তাঁকে ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছে’।

এদিকে ব্রাসেলসে ভেনেজুয়েলার এই সিদ্ধান্ত পূর্নবিবেচনা করতে কারাকাসের উপর দাবি জানিয়েছে। ইইউ’র মুখপাত্র নাবিলা মাসরালি বলেন যে, ‘ইইউ এই সিদ্ধান্তকে গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে। এই সিদ্ধান্তের ফলে ভেনেজুয়েলা আন্তর্জাতিক অঙ্গন থেকে আবার বিচ্ছিন্ন হয়ে পড়বে। আমরা এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন যে, ‘ভেনেজুয়েলা শুধুমাত্র আলোচনা ও সংলাপের মাধ্যমে এই সংকট কাটিয়ে উঠতে পারে।’

সংবাদমাধ্যমে দেওয়া এক ভাষণে মাদুরো ইইউ’র প্রতি হুশিয়ারি দিয়ে বলেছেন,‘আমরা এই পদক্ষেপ নিতে চাইনি, আমরা আমাদের ইচ্ছের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছি, কারণ আমরা ইউরোপের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। আমরা ভেনেজুয়েলার ওপর কোন ধরনের হামলা বা নিষেধাঞ্জা হোক এটা মেনে নিতে পারবনা।’

খবর সূত্র- ফ্রান্স ২৪

শেয়ার করতে:

You cannot copy content of this page